স্পোর্টস ডেস্ক : কলকাতার সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ইতিহাসের পাতায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দল। ঐতিহাসিক ডুরান্ড কাপ ফুটবলের উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ সেনাবাহিনী এবং উপমহাদেশের আরেক বড় দল সুপার জায়ান্ট মোহন বাগান। সন্ধ্যা সোয়া ৭টায় খেলা শুরু হবে। এর আগে বিকাল ৫টায় হবে উদ্বোধনী অনুষ্ঠান।
সেনাবাহিনীর গ্রুপে সব শক্তিশালী দলগুলো পড়েছে। এটাকে গ্রুপ অব ডেথ মনে করছে মোহন বাগান। কারণ পাঞ্জাব এফসি ছাড়াও এই গ্রুপে রয়েছে ওপার বাংলার আরেক জায়ান্ট ইস্ট বেঙ্গল। ২৪টা দল ৬ গ্রুপে খেলছে। গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে নকআউট পর্বে। আর সেই সঙ্গে সেরা রানার্সআপ দুই দল নকআউটে যাবে। বাংলাদেশ সেনাবাহিনী কলকাতার ক্লাব ফুটবলের মতো শক্তিশালী না হলেও শুধু দেশি খেলোয়াড়দের নিয়ে তাদের মনোবল বেশ চাঙ্গা। এই খেলোয়াড়দের কঠিন ম্যাচ মোকাবিলা করার অভিজ্ঞতা রয়েছে। মোহন বাগান কিংবা ইস্ট বেঙ্গলের মতো দলগুলোর বিপক্ষে লড়াই করার জন্য প্রস্তুত কোচ আব্দুর রাজ্জাক। ভালো কিছু করে দেখানোর জন্যই তিনি তৈরি হয়েছেন। জানিয়েছেন টুর্নামেন্টে হয়ত একটা অঘটন ঘটেও যেতে পারে।’ টানা পাঁচ দিন কলকাতার পরিবেশ, আবহওয়ার সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করেছেন ফুটবলাররা।
মোহন বাগান ভাবছে অন্য কথা। তাদের সামনে এএফসি কাপের খেলা। আগামী ১৬ এবং ২২ আগস্ট। এই সল্টলেকের মাঠেই খেলা। বাগানের কর্মকর্তাদের নজর এএফসি কাপে।
মোহন বাগানের মূল কোচ হচ্ছেন স্পেনের হুয়ান ফেরেন্দা। ভেতরের খবর ডুরান্ড কাপ ফুটবলে মাথা ঘামাচ্ছেন না। হুয়ান ফেরেন্দো ডুরান্ড কাপ নিয়ে ভাবছেন না। তিনি নিজেও থাকছেন না। ব্যস্ত আছেন এএফসি কাপের পরিকল্পনা নিয়ে। গতকালও মোহন বাগানের নিজের মাঠে হুয়ান ফেরেন্দোকে দেখা গেল কোচের রুমে খুব ব্যস্ত, কাউকে উঁকি দিতেও দিচ্ছেন না। পায়ে পায়ে কড়া পাহারা। মুঠোফোন হাতে দর্শক ভীড় করলেও দূরে ঠেলে দেওয়া হচ্ছে। ক্লোজড ডোর রেখে সিনিয়রদের দেখে নিতে চাইছেন দুই বছর ধরে দায়িত্ব পালন করা কোচ ফেরেন্দো। বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দলের বিপক্ষে কোনো বিদেশি নামবেন কি না, কিংবা সিনিয়র কোনো ফুটবলার আজ নামবেন তা চূড়ান্ত হয়নি। ফিটনেস রিপোর্টের পর নাম পাঠানো হবে ছয় বছর ধরে সহকারী কোচের দায়িত্বে থাকা কোচ বাস্তব রায়ের কাছে।
বাস্তব রায় হচ্ছেন স্প্যানিশ কোচিং স্টাফদের একজন। তার হাতে ডুরান্ড কাপের দায়িত্ব দেওয়া হয়েছে। মোহন বাগানের ডেভেলপম্যান্ট ফুটবল দল খেলছে কলকাতার লিগে। এখনো কোনো ম্যাচ হারেনি। গোলের বন্যা বইয়ে দিচ্ছেন তারা। এই দলের কাশ্মীরি স্টাইকার সুয়েগ ভাট, ৭ গোল করে এগিয়ে। জুনিয়রদের সঙ্গে কিছু সিনিয়র যুক্ত করা হবে ডুরান্ড কাপের জন্য। কারণ ডুরান্ড কাপেই মোহন বাগান-ইস্ট বেঙ্গল ডার্বি রয়েছে।
বিদেশি ফুটবলার আছেন দলে কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত কোচ নিশ্চিত করতে পারেননি বাংলাদেশে সেনাবাহিনীর বিপক্ষে বিদেশি নামবেন কি না। তবে স্প্যানিশ কোচ ফেরেন্দো বিদেশিদের নাম রেজিস্ট্রেশন করিয়ে নিয়েছেন ডুরান্ড কাপে। তারাও প্রস্তুতির মধ্যে থাকবেন। কারণ ডুরান্ড কাপের গ্রুপ পর্বের খেলার চার দিন পরই এএফসি কাপের খেলা হবে। বিদেশিদের মধ্যে রয়েছেন তিন জন অস্ট্রেলিয়ান। দুই জন ফ্রান্সের। একজন আর্মেনিয়ার। কাতার বিশ্বকাপে খেলেছেন অস্ট্রেলিয়ার স্ট্রাইকার কামিন্স, রাশিয়া বিশ্বকাপে খেলেছেন দিমিনি পেনাতোস, আর্মেনিয়ার সাদিকু খেলেছেন ইউরো। এরা সবার নাম ডুরান্ড কাপে থাকলেও মূল ফোকাস এএফসি কাপে।
ডুরান্ড কাপ ফুটবলকে এএফসি কাপের প্রস্তুতি হিসাবে দেখছে মোহন বাগান। তারপরও কোচ বাস্তব রায় যেটা বলেছেন, ‘আমরা ডেথ গ্রুপে রয়েছি। ডুরান্ড কাপের সব চেয়ে কঠিন গ্রুপ এটি। কিন্তু সবুজ মেরুন জার্সি যে টুর্নামেন্টে খেলতে নামে সেখানেই সব ম্যাচ জেতা এবং চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করে। সেটা মাথায় রেখেই নামবে। আমরা জানি বাংলাদেশ সেনা দল যথেষ্ট শক্তিশালী। ভালো ফুটবলারও রয়েছে শুনেছি। আমরাও কম না। তৈরি আছি। আসুন মাঠে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।