স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১০ মাসের যাত্রা শেষ হয়েছে শনিবার (১০ জুন)। চ্যাম্পিয়ন্স লিগের ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাসে প্রথমবার ইউরোপ সেরার মুকুট পড়ল ইংল্যান্ডের ক্লাবটি। অপরাজিত চ্যাম্পিয়নের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশেও দলটির আধিপত্য রয়েছে।
উয়েফা তাদের ওয়েবসাইটে রোববার (১১ জুন) ২০২২-২৩ মৌসুমের সেরা একাদশ প্রকাশ করেছে। যেখানে ম্যানসিটি খেলোয়াড়দের জয়জয়কার। ১১ জনের ৭ জনই ম্যানচেস্টার সিটির খেলোয়াড়। দুইজন করে রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের ফুটবলার সেরা একাদশে জায়গা পেয়েছেন। তবে ফাইনালে বীরত্বপূর্ণ অবদান রাখা সিটি গোলরক্ষক এডারসনের জায়গা হয়নি।
৪-৩-৩ পজিশনে সাজানো দলটিতে গোলরক্ষকের জায়গাটা পেয়েছেন রিয়াল মাদ্রিদের বেলজিয়ান ফুটবলার থিবো কোর্তোয়া। ডিফেন্সে রয়েছেন সিটির কাইল ওয়াকার এবং রুবেন দিয়াজ। আর ইন্টার মিলানের আলেসান্দ্রো বাস্তোনি ও ফেডেরিকো ডিমারকো।
মিডফিল্ডের তিনজনই ম্যানচেস্টার সিটির। কেভিন ডি ব্রুইনার সঙ্গী হয়েছেন জন স্টোনস এবং ফাইনালে গোল করা রদ্রি। আর আক্রমণে রয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়র, সিটির বের্নার্ডো সিলভা ও হলান্ড।
চ্যাম্পিয়ন্স লিগের সেরা একাদশে সিটির জয়জয়কারের মূল কারণ হচ্ছে, তারা এবারের চ্যাম্পিয়ন্স লিগের অপরাজিত চ্যাম্পিয়ন। টুর্নামেন্ট জুড়ে একটি ম্যাচেও হারেনি দলটি। ২০০৭-০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় দল হিসেবে অপরাজিত থেকে চ্যাম্পিয়নস লিগ ট্রফি জিতেছে পেপ গার্দিওলার দল।
চ্যাম্পিয়নস লিগের ২০২২-২৩ মৌসুমসেরা একাদশ:
গোলরক্ষক: থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ)
ডিফেন্ডার: কাইল ওয়ালকার (ম্যান সিটি), রুবেন দিয়াজ (ম্যান সিটি), আলেসান্দ্রো বাস্তোনি (ইন্টার মিলান), ফেদেরিকো ডিমারকো (ইন্টার মিলান)
মিডফিল্ডার: জন স্টোনস (ম্যান সিটি), কেভিন ডি ব্রুইনা (ম্যান সিটি), রদ্রি (ম্যান সিটি)
ফরোয়ার্ড: বের্নার্দো সিলভা (ম্যান সিটি), আর্লিং হলান্ড (ম্যান সিটি), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।