চার রাজাকারের ফাঁসির আদেশ দিলেন অপরাধ ট্রাইব্যুনাল

রাজাকারের ফাঁসি

জুমবাংলা ডেস্ক : পিরোজপুরের ভান্ডারিয়ার আব্দুল মান্নান হাওলাদারসহ চার রাজাকারের ফাঁসির আদেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. শাহিনুল ইসলামের বেঞ্চ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় ২২৮ পৃষ্ঠার রায়ের উল্লেখযোগ্য অংশ পড়া শেষ করেন।

রাজাকারের ফাঁসি

ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইদুর রহমান সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রায়ের সময় তিন আসামি উপস্থিত ছিলেন। বাকি একজন অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

প্রসিকিউটর বলেন, এ মামলায় প্রসিকিউশন পক্ষে ১৩ জন সাক্ষী দিয়েছেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এমএইচ তামিম।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের এই মামলায় দণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন- আশরাফ আলী হাওলাদার, মহারাজ হাওলাদার ও পলাতক নুরুল আমিন হাওলাদার। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় ভান্ডারিয়ার স্থানীয় পশারীবুনিয়া গ্রামে ১৮ জনকে হত্যা, ধর্ষণ, নির্যাতন, অগ্নিসংযোগসহ একাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। গত ১৮ মে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায় অপেক্ষমান (সিএভি) রাখা হয়েছিল।

‘তারা কেউ কিন্তু শাকিবের বাচ্চার মা হয়নি’

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর প্রথমে সাতজনের বিরুদ্ধে চার্জ গঠন করেন ট্রাইব্যুনাল। এরপর বিভিন্ন সময়ে তিনজন (একজন কারাগারে ও দুইজন পলাতক অবস্থায়) মারা যান। ২০১৬ সালের ১২ এপ্রিল তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে ২০১৮ সালের ৬ নভেম্বর শেষ হয়।