আন্তর্জাতিক ডেস্ক : ভারতে একটি কুকুর একদল বন্যপ্রাণীর তাড়া খেয়ে আশ্রয় নেয় একটি নদীতে। আর তখন তার অবস্থা হয় অনেকটা ‘জলে কুমির ডাঙায় বাঘের’ মতো। কারণ পানিতে নামার সঙ্গে সঙ্গে তিনটি কুমির তাকে ঘিরে ধরে। ওগুলোর পক্ষে কুকুরটিকে মেরে খেয়ে ফেলাটা ছিল খুব সহজ এক কাজ। কিন্তু এর বদলে কুমিরগুলো অসহায় প্রাণীটিকে তীরের নিরাপদ জায়গায় পৌঁছাতে সাহায্য করে।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, আশ্চর্য এ ঘটনার বর্ণনা উঠে আসে সম্প্রতি জার্নাল অব থ্রিটেনড টেক্সায় প্রকাশিত একটি গবেষণাপত্রে। এটি যে বিজ্ঞানীরা লেখেন, তাঁরা ভারতের মহারাষ্ট্রে কয়েক বছর ধরে জলাভূমির কুমির বা মাগার কুমির নিয়ে গবেষণা করছিলেন। ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অব ইন্ডিয়ার দেওয়া তথ্য বলছে, মাগারেরা ১৮ ফুট পর্যন্ত লম্বা এবং ১০০০ পাউন্ড ওজনের হতে পারে। তবে গবেষকেরা জানিয়েছেন, বিশাল আকারের অর্থ এই নয় যে এরা সব সময় আক্রমণাত্মক থাকবে।
গবেষকেরা এমনই একটি ঘটনার বর্ণনা দিয়েছেন, যেখানে একটি কম বয়স্ক কুকুর বুনো কুকুরদের একটি দলের তাড়া খেয়ে আশ্রয় নেয় সাবিত্রী নদীতে। এ সময় নদীতে প্রাণীটির কাছাকাছি ভাসছিল প্রাপ্তবয়স্ক তিনটি মাগার। ওই পরিস্থিতিতে এত চমৎকার, সহজ একটা শিকার হাতছাড়া করার কথা নয় কুমিরগুলোর। অথচ কুমির তিনটির মধ্যে দুটি তখন আশ্চর্য এক কাণ্ড করে বসে। বুনো কুকুরের পাল নদীর যে পাড়ে অপেক্ষা করছিল, সেখান থেকে অন্য দিকে নিয়ে যেতে সাহায্য করল তারা অসহায় কুকুরটিকে।
‘কুমির দুটি আসলে তাদের নাক দিয়ে কুকুরটিকে স্পর্শ করে। তারপর তীরের নিরাপদ অংশে কুকুরটিকে পৌঁছে দিতে ধাক্কা দেওয়া শুরু করে,’ গবেষকেরা লেখেন, ‘মাগাররা আক্রমণ করার অবস্থানে ছিল। অনায়াসেই প্রাণীটিকে খেয়ে ফেলতে পারত তারা। কিন্তু এদের কোনোটিই কুকুরটিকে আক্রমণ না করে নাক দিয়ে মৃদু ঠেলা দিতে থাকে নিরাপদ জায়গায় পৌঁছে দিতে। অর্থাৎ এদের মধ্যে ক্ষুধা কিংবা খাওয়ার প্রবৃত্তি কাজ করেনি।’
কিন্তু কুমিরগুলো কেন কুকুরটিকে খাওয়ার সুযোগ কাজে লাগায়নি? সাধারণ ক্ষেত্রে যেটা করে তারা? কারণটা সম্পর্কে বিজ্ঞানীরাও নিশ্চিত নন। তবে তাঁদের অনুমান, প্রাণীগুলোর আবেগ বা সহানুভূতি কাজ করেছে এ ক্ষেত্রে।
‘ইমোশনাল এমপেথি’ নামে পরিচিত কথাটি দিয়ে একটি প্রাণীকে অন্য প্রাণীর আবেগ, মানসিক অবস্থা বুঝতে সাহায্য করাকে বোঝানো হয়। বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের বন্যপ্রাণীর বেলায় এমন অনুভূতির বিষয়টি ভালোভাবে গবেষণা করা হয়নি এখনো। তবে এ ক্ষেত্রে এই আবেগ-অনুভূতির বিষয়টিই কাজ করার সম্ভাবনা আছে।
গবেষণাটিতে বিজ্ঞানীরা আরেকটি আশ্চর্য বিষয় আবিষ্কার করেন, তা হলো মাগাররা গাঁদা ফুল পছন্দ করে। কুমিরগুলোকে নিয়মিত হলুদ ও কমলা রঙের ফুলের চারপাশে ভাসতে, রোদ পোহাতে এবং শুয়ে থাকতে দেখা যায়। প্রায়ই তাদের ফুলের সঙ্গে শরীরও লাগাতে দেখা যায়।
গাঁদা ফুলের পাপড়িতে জীবাণুরোধী যৌগ রয়েছে, যা ছত্রাক ও ব্যাকটেরিয়া থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করতে পারে বলে গবেষকেরা জানিয়েছেন। সাবিত্রী নদীর দূষণের বিষয়টি বিবেচনায় আনলে এটা বিশ্বাস করতে পারেন, এ ধরনের যোগাযোগ এই প্রাণীদের দূষণের মোকাবিলায় সাহায্য করার সম্ভাবনা আছে।
‘এটি অভিনব ও কৌতূহলোদ্দীপক।’ গবেষকেরা বলেছেন। তাঁরা এটাও যোগ করেন, এই আচরণ নিয়ে আরও গবেষণা করা জরুরি।
কুকুরটিকে খাবারে পরিণত বরার বদলে সাহায্য করার কারণ উদ্ঘাটন করতে না পারলেও গবেষকেরা বলছেন, একটি বিষয় পরিষ্কার, বন্যপ্রাণীর বিচার-বুদ্ধি, আবেগের বিষয়গুলো যখন আলোচনায় এসেছে, তখন কখনোই সরীসৃপদের মূল্যায়ন করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।