জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে ১৭ দিন ধরে কারফিউ থাকার পর মঙ্গলবার ভোর থেকে তুলে নেয়া হচ্ছে।
সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাত ১২টা থেকে ভোর ৬টা থেকে কারফিউ থাকবে। এরপর সব সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান ও কলকারখানা খুলে যাবে বলে জানানো হয়েছে।
কোটা আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার প্রেক্ষাপটে গত ১৯শে জুলাই দিবাগত রাতে কারফিউ জারি করা হয়েছিল এবং সেনা মোতায়েন করা হয়।
পরবর্তীতে বিভিন্ন সময় কারফিউ শিথিল করা হয়েছিল। তবে কারফিউর মধ্যেই আন্দোলনকারীরা তাদের কর্মসূচি চালিয়ে গেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।