আন্তর্জাতিক ডেস্ক : সউদি আরবে জীবনের ঝুঁকি নিয়ে শিশুর জীবন বাঁচিয়েছেন এক গাড়িচালক। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দুঃসাহসিক কাজের ভিডিও ছড়িয়ে পড়েছে। এটা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়া সেই গাড়িচালক এবার রাজসিক পুরস্কারে ভূষিত হয়েছেন। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যম জানিয়েছে, সাহসিকতার জন্য আবদুল্লাহ আল আনজি নামের এই গাড়িচালককে বিপুল পরিমাণ নগদ অর্থ, ঐতিহ্যবাহী তরবারি, আরবীয় ঘোড়া এবং আলখাল্লা উপহার দেওয়া হয়েছে।
এর আগে একজন ধনকুবের আবদুল্লাহ আল আনজিকে নগদ অর্থ ও গাড়ি উপহার দেন। পাশাপাশি একটি জুয়েলারি শপের পক্ষ থেকেও ডায়মন্ড রিং উপহার দেওয়া হয়। অন্যদিকে, যে শিশুটিকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়েছিলেন, সেই শিশুর মাও তাকে একটি ডায়মন্ড রিং উপহার দিয়েছেন।
জানা যায়, গেল মার্চের শেষের দিকে ঝুঁকি নিয়ে শিশুটিকে বাঁচান এই গড়িচালক। ভিডিওতে দেখা যায়— ওয়ানওয়ে সড়কটি দিয়ে হেঁটে যাচ্ছে একটি শিশু। তখনো রাস্তা পুরোপুরি পার হতে পারেনি সে। এ সময় সাদা রঙের একটি গাড়ি শিশুটির কাছাকাছি গিয়ে থেমে যায়।
এ সময় হঠাৎ পাশ দিয়েই আরেকটি গাড়ি দ্রুতগতিতে শিশুটির দিকে ছুটে আসছিল। এরপর পেছন থেকে আরও একটি গাড়ি সজোরে শিশুটির দিকে ছুটে আসছিল। তখনো সড়ক পার হতে পারেনি শিশুটি। এমন পরিস্থিতে শেষ মুহূর্তে গাড়িটিকে ধাক্কা দিয়ে অন্যদিকে সরিয়ে দেন প্রথম গাড়ির চালক। এতে বেঁচে যায় ছোট্ট শিশুটি।
গালফ নিউজ জানিয়েছে, ঘটনাটি সৌদি আরবের। আর সাহসী ওই চালকের নাম আবদুল্লাহ আল আনজি। সবাই যখন দুঃসাহসিক এই কাজের জন্য আব্দুল্লাহর প্রশংসা করছেন, তখন তিনি বললেন ভিন্ন কথা।
শিশুটিকে বাঁচানোর পর প্রশংসা গ্রহণে অস্বীকৃতি জানান আবদুল্লাহ। বিনয়ের সঙ্গে বলেন, একে বীরত্বপূর্ণ কাজ হিসেবে দেখেন না তিনি। কারণ, একজন মুসলিম হিসেবে তার দায়িত্ব প্রতিটি মানুষকে ভালোবাসা। বিপদে তাদের পাশে দাঁড়ানো। আলোচিত এই চালক আরও বলেন, তার জায়গায় অন্য যেকোনো মুসলিম অথবা বিবেকবান মানুষ থাকলে তারাও একই কাজ করতেন।
শুধু ঈদে নয়, সারা বছরই কর্মক্ষেত্রে বেশি সময় দেন বিক্রয়কর্মীরা
রিয়াদ বিন ফাহদ আল-ওয়াদান নামের এক ব্যক্তি প্রথম ভিডিওটি পোস্ট করেন। তিনি লিখেন, সর্বশক্তিমান আল্লাহর নামে কসম করে বলছি- নবীর দেশে এমন হাজারো মানুষ রয়েছেন, যারা অপরের কল্যাণে নিজেকে উজাড় করে দেন। আর এটাই ইসলামের মহান শিক্ষা। আল্লাহ এই বীরকে ভালো রাখুক!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।