আন্তর্জাতিক ডেস্ক : ভারতে ভুয়া দূতাবাস চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন হর্ষবর্ধন জৈন নামে এক ব্যক্তি।জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে গত ১০ বছরে ১৬২ বার বিদেশ সফর ও প্রায় ৩০০ কোটি রুপির প্রতারণা চক্রে জড়িত থাকার প্রমাণ মিলেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত সপ্তাহে গাজিয়াবাদের একটি ভাড়া নেওয়া বাড়ি থেকে হর্ষবর্ধন জৈনকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স। ওই বাড়িটিকে তিনি ভুয়া দূতাবাস হিসেবে চালাচ্ছিলেন।
তদন্তের পর পুলিশ জানায়, হর্ষবর্ধন এই ভুয়া দূতাবাস ব্যবহার করে নেটওয়ার্ক তৈরি করতেন এবং লোকজনকে বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করতেন। তিনি হাওয়ালা চ্যানেলের মাধ্যমে অর্থ পাচারেও জড়িত ছিলেন। এটি অনেকটা হুন্ডির মাধ্যমে টাকা পাচারের মতো পদ্ধতি। এ ছাড়া ভুয়া কাগজপত্র, চারটি কূটনৈতিক নম্বর প্লেট সংবলিত গাড়ি এবং দামী ঘড়ির সংগ্রহ পাওয়া গেছে অভিযুক্তের কাছ থেকে।
পুলিশ জানিয়েছে, ২০১৭ সাল থেকে জৈন এই ভুয়া দূতাবাস পরিচালনা করে আসছিলেন বলে তদন্তে জানা গেছে। চোখে ধুলো দিতে তিনি নিয়মিত ‘সামাজিক’ অনুষ্ঠান আয়োজন করতেন। বর্তমান বাড়িটি তিনি মাত্র ছয় মাস আগে ভাড়া নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।