জুমবাংলা ডেস্ক : প্রতিদিন দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন প্রজাতির মাছ কেনাবেচা হয় বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতার উত্তার পাড় মাছ বাজারে। সেই মাছ বাজারটিকে কেন্দ্র করে বদলে গেছে বিলঞ্চলের গ্রামীন জনপদটির প্রায় সব কিছুই। এক সময়ের কয়েকটি ছোট ছোট দোকানপাট নিয়ে গড়ে ওঠা হারতার উত্তর পাড় বাজারটি এখন জেলার মধ্যে অন্যতম বড় মাছ বাজার হিসেবে পরিচিত।
জানা গেছে, মাছের বাজারের কারনে প্রায় ২ হাজার মানুষের কর্মসংস্থান তৈরী হয়েছে। বছরজুড়ে সপ্তাহের ৭ দিনের মাছ বাজারটিকে ঘিরে উপজেলার ৩ টি ইউনিয়ন সাতলা, হারতা ও জল্লায় ছোট বড় কয়েক শত মাছের ঘের করে মাছ চাষাবাদ করছেন শত শত পরিবার। মাছ বাজারটিতে প্রতিদিন বিক্রি হচ্ছে কোটি টাকার মাছ। দেশের বিভিন্ন এলাকার মৎস্য ব্যবসায়ীরা ওই বাজারের মাছ ক্রয় করে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যায়। পদ্মা সেতু চালু হবার পর ওই বাজারের মাছ দেশের বিভিন্ন এলাকা চলে যাচ্ছে।
বাজারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সাবেক ইউপি চেয়ারম্যান ডা. হরেন রায় জানিয়েছেন, এক সময়ের অবহেলিত এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে হারতার মাছ বাজারটি। প্রায় ১৭ বছর ধরে বাজারটিতে মাছ কেনাবেচা চলছে। অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।