অভিষেকে সেঞ্চুরি করার অনুভূতিই অন্য রকম: সৌরভ

সৌরভ

স্পোর্টস ডেস্ক: যশস্বী জয়সওয়ালকে বিশ্বকাপের দলে চান সৌরভ গাঙ্গুলী কিন্তু যশস্বী এশিয়াডের দলে রয়েছেন। এশিয়াডের ফাইনালের দিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচ ভারতের। তবুও সৌরভ মনে করেন, এশিয়াডের দল থেকে তাকে মূল ভারতীয় দলে নেওয়া উচিত।

সৌরভ

সোমবার সিএবিতে সৌরভ বলেন, ‘‘যশস্বী অসাধারণ ভঙ্গিতে শুরু করেছে। বিশ্বকাপের দলে ওকে অবশ্যই রাখা উচিত। ডান হাতি ও বাঁ-হাতি ব্যাটসম্যানের জুটি বরাবরই গুরুত্বপূর্ণ। আশা করি, ও দলে নিজের জায়গা পাকা করে ফেলবে।’’

যে বিষয়টি স্বামীর কাছে গোপন রাখেন বেশিরভাগ স্ত্রী

সৌরভের মতোই টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছেন যশস্বী। যা নিয়ে সাবেক ভারত অধিনায়কের প্রতিক্রিয়া, ‘‘যে কোনও সেঞ্চুরিই তাৎপর্যপূর্ণ। প্রথম ম্যাচে সেঞ্চুরি করার অনুভূতি অন্য রকম। চাই, যশস্বী এই ভাবেই এগিয়ে চলুক।’’