জুমবাংলা ডেস্ক : রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। মুসলিম সম্প্রদায়ের এই অন্যতম ধর্মীয় উৎসবের আনন্দ ভাগাভাগি করতে অনেকে নাড়ির টানে বাড়ি ফিরেছেন। ঈদের আনন্দ উপভোগ করবেন কারাবন্দিরাও। অন্যান্য বছরের মতো এ বছরও কারাবন্দিদের জন্য উন্নত খাবারের আয়োজন করা হয়েছে।
কারা কর্তৃপক্ষ সূত্র থেকে জানা গেছে, কারাগারের অভ্যন্তরেই ঈদের জামাতের ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে কারাবন্দিদের সঙ্গে দেখা করারও সুযোগ পাবেন পরিবারের সদস্যরা। শুধু তাই নয়, কেন্দ্রীয় কারাগারসহ দেশের সকল কারাগারে থাকা বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ঈদের দিন কারাবন্দিদের তিন বেলা উন্নত খাবার দেওয়া হবে। সকালের মেনুতে থাকবে পায়েস ও মুড়ি। দুপুরে থাকবে পোলাও, গরুর মাংস, মুরগির মাংস রোস্ট, ডিম, কোমল পানীয়, সালাদ, মিষ্টি, পান ও সুপারি। রাতের মেনুতে থাকবে ভাত, সবজি, মাছ।
এ বিষয়ে কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ গণমাধ্যমকে বলেন, ঈদের দিনটিকে কেন্দ্র করে সরকার নির্ধারিত বাজেট অনুযায়ী আমরা কারাবন্দিদের খাবার সরবরাহের সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। ঈদের নামাজের সময় বৃষ্টি যেন বাধা হতে না পারে সে ব্যবস্থাও রাখা হয়েছে।
এছাড়া করোনা স্বাস্থ্যবিধি মেনে বন্দিদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা ঈদের দিন দেখা করতে পারবেন। মোবাইল ফোনেও কথা বলার সুযোগ পাবেন বলেও তিনি জানান।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel