শান্তকে প্রশংসায় ভাসালেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : এক সময়ে জাতীয় দলের স্কোয়াডে নাজমুল হোসেন শান্তকে রাখা হলেই নির্বাচকদের প্রশ্নের মুখোমুখি হতে হতো। এমনকি নানানভাবে বিদ্রূপ-ব্যঙ্গ করে শান্তর সমালোচনায় বুঁদ রয়ে থাকত দেশের আপামর ক্রিকেটপ্রেমীরা। কিন্তু ক্যারিয়ারের সেই কালো অধ্যায়টা ধীরে ধীরে পেছনে ফেলে আস্থার প্রতিদান দিতে শুরু করেছেন ২৪ বছর বয়সী বাঁ-হাতি এই ব্যাটার।

ইংল্যান্ডের বিপক্ষে পুরো সিরিজজুড়ে ব্যাটে দ্যুতি ছড়িয়েছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও ব্যাট হাতে দুটি ফিফটির দেখা পেয়েছিলেন নাজমুল শান্ত। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আবারও ফিফটি হাঁকিয়ে দলকে জয়ের পথে নিয়ে গিয়েছিলেন তিনি।

এবার ইংলিশদের বিপক্ষে ইতিহাস গড়ে প্রথমবারের মতো কোনো ফরম্যাটে সিরিজ জয়ের ম্যাচে অনবদ্য ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন শান্ত। তাই ব্যাট হাতে আলো ছড়ানো শান্তকে প্রশংসায় ভাসিয়েছেন ইংল্যান্ডেরই সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার নাসের হুসেইন।

রোববার (১২ মার্চ) বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাসের হুসেইন বলেছেন, ‘বাংলাদেশ খুব সুন্দর খেলেছে। তারা বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে, যা মাঠে তাদের ভয়ঙ্কর পারফরম্যান্সেরই ফল।’

শান্তর প্রশংসা করে সাবেক এই ইংলিশ অধিনায়ক বলেন, ‘বড় তারকা হতে যাচ্ছে শান্ত। বাংলাদেশের এ রকম আরও বেশ কয়েকজন দুর্দান্ত ক্রিকেটার প্রয়োজন। তাদের জন্য এটি অনেক বড় জয়।’

এরপর ইংলিশ অধিনায়ক জস বাটলারের নেতৃত্বের কঠোর সমালোচনা করেছেন নাসের। তিনি বলেন, ‘ইংল্যান্ড মাঠ এবং মাঠের বাইরে তাদের সেরাটা খেলতে পারেনি। এমনকি বাটলারও তার সেরাটা দিতে পারেনি আজ (গতকাল)। তার উচিত ছিল ওপেনিংয়ে ব্যাটে নামা। এ ছাড়া ফিল্ডার সেট করা এবং বোলার ঠিক করার জন্য সে অন্য কাউকে জিজ্ঞেস করতে হয়েছে। ম্যাচের ১৯তম ওভারে এসে তার এই দ্বিধান্বিত মনোভাব বড় রিস্ক, অনেক বড় রিস্ক। এরপর কোনো ওভার না করা বোলারকে (ক্রিস জর্ডান) দিয়েই ওই ওভার করানো হল।’

তবে আদিল রশিদের প্রশংসা করেছেন নাসের হুসেইন, ‘রশিদ ভালো বল করেছে। মাঝেমধ্যে উপমহাদেশের খেলায় সে নির্দিষ্ট গতিতে বল করে। তবে আমার মনে হয়, তাদের আরেকটু আক্রমণাত্মক হওয়া উচিত ছিল। তোমার সবচেয়ে ভালো স্পিনার দিয়ে আরও বেশি আক্রমণ চালানো উচিত।’

উল্লেখ্য, মিরপুর শের-ই-বাংলায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১১৭ রানেই গুটিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় ছিনিয়ে নেয় সাকিব আল হাসানের দল। এদিন রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে ধরে রেখে জয় নিশ্চিত করেন শান্ত।

বাড়িতে হঠাৎ সাকিব, মায়ের হাতের রান্না খাওয়ালেন তাসকিনকে