আসন্ন এই সিনেমাগুলোর উপর টিকে রয়েছে বলিউডের ভবিষ্যৎ!

বর্তমানে চারিদিকে শুধু দক্ষিণী সিনেমার আলোচনা চলছে। আর আলোচনা হওয়াটাও স্বাভাবিক। কারণ চলতি বছরে দক্ষিণের এমন কয়েকটি ছবি মুক্তি পেয়েছে যেগুলি বক্সঅফিসে ধামাকা সৃষ্টি করেছে। আশা করি সেই সব ছবি গুলির নাম আপনি জানেন। তাও আপনাদের জানিয়ে রাখি সেই ছবিগুলি হলো, পুষ্পা, আরআরআর, কেজিএফ চ্যাপটার-2 এর মত কতগুলি ব্লকবাস্টার ছবি। এই ছবিগুলি বক্স অফিসে রেকর্ড টাকা আয় করেছে।

এমতাবস্তায় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কারণ বলিউডে যে সমস্ত ছবিগুলো মুক্তি পাচ্ছে সেগুলি একটির পর একটি ফ্লপ ছবি হিসেবে প্রমাণিত হচ্ছে। এই পরিস্থিতিতে বলিউডকে আরো নিজের ছন্দে ফিরে আসতে হলে দর্শকদের এমন কয়েকটি ছবি উপহার দিতে হবে যেগুলি তাদের মন ছুঁয়ে যায়।

আর দর্শকদের ভরপুর অ্যাকশন এবং আনন্দ দেওয়ার জন্যই বলিউডে এমন কয়েকটি বিগ বাজেটের ছবি নির্মিত হচ্ছে যেগুলি দর্শকদের অবাক করে দিতে চলেছে। আশা করা যাচ্ছে এই ছবিগুলি মুক্তির পর এই বলিউড আবার তার নিজের ছন্দে ফিরবে। আসুন বলিউড আগামী দিনে যে ১০ টি ব্লকবাস্টার যে সমস্ত ছবিগুলো মুক্তি পেতে চলেছে অথবা বর্তমানে নির্মিত হচ্ছে সেই তালিকা দেখে নেওয়া যাক।

১) পৃথ্বীরাজ।
পরিচালক চন্দ্র প্রকাশ ত্রিবেদীর ঐতিহাসিক একশন ড্রামাটিক এর উপর ভিত্তি করে ‘পৃথ্বীরাজ’ ছবিটি তৈরি করা হচ্ছে। সম্পূর্ণ ইতিহাস কে ভিত্তি করে এই ছবিটি তৈরি হচ্ছে। ছবিটিতে পৃথ্বীরাজ এর ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার । এবং সংযোজিতার ভূমিকায় অভিনয় করছেন মানসী চিল্লার। ছবিটিতে 1191 এবং 1192 সালে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘোরীর মধ্যে তরাইনের যুদ্ধ দেখানো হবে ।যশ রাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটি চাহামানা রাজবংশের একজন রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবনী নিয়ে নির্মিত হয়েছে। এছাড়াও এই ছবিতে সনু সুদ,সঞ্জয় দত্ত, মানব ভিজ কে অভিনয় করতে দেখা যাবে।

২) ব্রহ্মাস্ত্র।
ধর্ম প্রোডাকশন্সের ব্যনারে বিগ বাজেটের ছবি ‘ ব্রহ্মাস্ত্র’ প্রযোজনা করেছেন করন জোহর। আলিয়া এবং রণবীর কাপুরকে নিয়ে একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার গল্পে নির্মিত হচ্ছে এই সিনেমাটি। যে সিনেমাটি একটি অতিপ্রাকৃত রোমান্টিক রূপকথার গল্প।

৩) লাল সিং চাড্ডা।
1994 সালের আমেরিকান সিনেমা ‘Forrest Gump’র একটি রিমেক যা উইনস্টন গ্রুমের 1986 সালের একই নামের উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিলো। আমির খান প্রোডাকশন ছবিটি প্রযোজনা করেছে। এটি একটি কমেডি ড্রামা ছবি। ছবিটিতে আমির খানের সাথে কারিনা কাপুর এবং নাগা চৈতন্য কেও দেখা যাবে।

৪) বিক্রম ভেধা।
পুষ্কর-গায়ত্রী এর পরিচালনায় নিও-নয়ার অ্যাকশন-থ্রিলার ‘বিক্রম ভেধা’ ছবি নির্মিত হচ্ছে। ছবিটিতে প্রধান প্রধান চরিত্রে অভিনয় করছেন সাইফ আলি খান, হৃতিক রোশন এবং রাধিকা আপ্তে। তবে এই ছবিটি 2017 সালের একই নামের একটি তামিল ছবির রিমেক।

৫) আদিপুরুষ।
পরিচালক ওম রাউত এবং টি-সিরিজ ফিল্মস এবং রেট্রোফাইলস এর প্রযোজনায় মহাকাব্য রামায়ণের উপর ভিত্তি করে পৌরাণিক সিনেমা ‘আদিপুরুষ’ নির্মিত হচ্ছে। রাঘব চরিত্রে প্রভাস, জানকি চরিত্রে কৃতি স্যানন এবং লঙ্কেশ চরিত্রে সাইফ আলী খান অভিনয় করেছেন। ছবিটির বাজেট 500 কোটি টাকা।

৬) পাঠান।
বলিউডে কিং খান নামে পরিচিত শাহরুখ খান প্রায় পাঁচ বছর বড়ো পর্থা দে ‘পাঠান’ ছবির মাধ্যমে কাম ব্যাক করতে চলেছেন। অ্যাকশন স্পেক্সেল হিসাবে ছবি টিকে ডিজাইন করা হয়েছে। এই ছবিটিতে খলনায়কের ভূমিকায় থাকছেন জন আব্রাহাম এবং শাহরুখ খানের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাডুকোন।

৭) শমশেরা।
করণ মালহোত্রা এর পরিচালনায় এবং আদিত্য চোপড়ার প্রযোজনায় যশ রাজ ফিল্মসের আরো একটি বিগ বাজেট অ্যাকশন ড্রামা সিনেমা ‘শমশেরা’ নির্মিত হচ্ছে। ডাকাতদের উপর ভিত্তি করে নির্মিত বিগ বাজেটের পিরিয়ড ড্রামা ‘শমশেরা’ একই সাথে আইম্যাক্স এবং ডাব করা তামিল ও তেলেগু সংস্করণে মুক্তি পাবে। ছবিটিতে প্রধান প্রধান চরিত্রে থাকছেন রণবীর কাপুর, সঞ্জয় দত্ত এবং বাণী কাপুর।

৮) ধাকড়।
গোয়েন্দা ভিত্তিক থ্রিলার এবং অ্যাকশন গল্পে নির্মিত রজনীশ ঘাই এর পরিচালনাতে তৈরি হচ্ছে ‘ধাকড়’। ছবিটি ফিল্ড এজেন্ট এবং মানব ও অস্ত্র পাচারকারীদের ধরার জন্য তার সংগ্রামকে ঘিরে আবর্তিত হয়েছে। মুখ্য ভূমিকায় রয়েছেন কঙ্গনা রানাউত এবং অর্জুন রামপাল এবং দিব্যা দত্ত কেও দেখা যাবে।

৯) টাইগার ৩।
যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে টাইগার ফ্র্যাঞ্ছাইজির তৃতীয় পার্ট ‘টাইগার 3’ মুক্তি পাবে। সালমান খান এবং ক্যাটরিনা কাইফ কে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ছবিটিতে ইমরান হাশমী খল নায়ক এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এছাড়াও গেস্ট ক্যারেক্টর হিসেবে শাহরুখ খান কে দেখা যাবে।

১০) সার্কাস।
চলচ্চিত্র পরিচালক রোহিত শেঠি সুরিয়াবংশী’ সিনেমার সাফল্যের পর নতুন সিনেমা ‘সার্কাস’ নিয়ে হাজির হচ্ছেন। সেক্সপিয়ারের ‘The Comedy Of Errors’ উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত।প্রধান চরিত্রে অভিনয় করেছেন রনভির সিং, বরুন শর্মা, জ্যাকুলিন ফার্নান্দেজ এবং পূজা হেগরে। এবং কমেডি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কমেডির রাজা স্বয়ং জনি লিভার কে।

কেমন চলছে এবারের ঈদের সিনেমাগুলো