আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
গত বছরের মাঝামাঝিতে ইউক্রেন রুশ বাহিনীর বিরুদ্ধে যে পাল্টা অভিযান শুরু করেছিল, কিয়েভ তাতে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। এটি ছাড়াও বিভিন্ন বিষয়ে জেলেনস্কির সঙ্গে জেনারেল জালুঝনির মতানৈক্য চলছিল বলে গত সপ্তাহে জানিয়েছিল বার্তাসংস্থা রয়টার্স।
এই খবর প্রকাশের পরপরই দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের সময় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দেওয়া ছিল জেনারেল ভ্যালেরি জালুঝনির অন্যতম কঠিন কাজ। কিন্তু যুদ্ধ সবসময় এক রকম থাকে না। যুদ্ধের পট পরিবর্তনের সাথে সাথে এর চাহিদা পরিবর্তিত হয়। ২০২৪ পরিবর্তন আসবে বা আসতে পারে, যার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। নতুন পন্থা, নতুন কৌশল প্রয়োজন।
তিনি আরও বলেন, আজ, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব পরিবর্তনের প্রয়োজনীয়তার বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া অয়েছে। আমি সমস্ত অর্জন এবং বিজয়ের জন্য ভ্যালেরি ফেডোরোভিচের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।