রোনালদোর সঙ্গে বিচ্ছেদের চড়া মূল্য চোকাতে হয় ইরিনার

রোনালদো

স্পোর্টস ডেস্ক: একসময়ে সোশ্যাল মিডিয়ায় তাকে অনুসরণ করতেন অনেকে। তার ফলোয়ারের সংখ্যাও ছিল আকাশচুম্বী। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে বিচ্ছেদের খবর জানাজানি হওয়ার পর থেকেই ইনস্টাগ্রামে তার অনুগামীর সংখ্যা এক লাফে কমে যায় ১১ মিলিয়ন।

রোনালদো

কে তিনি? তিনি ইরিনা শায়েক। ক্রিশ্চিয়ানোর প্রাক্তন প্রেমিকা। রাশিয়ান সুপারমডেল ইরিনার সঙ্গে রোনালদোর সাক্ষাৎ হয় ২০১০ সালে। আর্মানির বিজ্ঞাপনের সময়ে রোনালদোর সঙ্গে দেখা হয়েছিল ইরিনা শায়েকের। তারপর সম্পর্কে জড়িয়ে পড়েন দুই জন। ২০১৫ সালের জানুয়ারিতে রোনালদোর সঙ্গে সম্পর্ক শেষ হয় ইরিনার।

সেই খবর ছড়িয়ে পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইরিনা শায়েকের ফলোয়ার সংখ্যা একলাফে কমে যায় প্রায় ১১ মিলিয়ন। দুইজনের পথ আলাদা হয়ে যায়। রোনালদোর পরে ইরিনার নাম জড়ায় ব্র্যাডলি কুপারের সঙ্গে। রোনালদো সম্পর্কে জড়িয়ে পড়েন জর্জিনা রডরিগেজের সঙ্গে।

মঞ্চে উঠে নিজেকে জিরো মনে হচ্ছিল: আরমীন মুসা

ক্রিশ্চিয়ানো রোনালদো এখন ইউরোপ ছেড়ে এশিয়ার ক্লাবের হয়ে খেলছেন। সৌদি আরবের ক্লাব আল নাসেরকে প্রথমবার সৌদি প্রিমিয়ার লিগ এনে দিতে পারেননি। নতুন মরশুমের জন্য শক্তিশালী দল গঠন করছে আল নাসের। এর মধ্যেই পুরনো খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে।