নৌকায় ১০ মন হাঙ্গর-কচ্ছপ রেখে পালালো শিকারিরা

জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ার আলীপুর মৎস্য বন্দর সংলগ্ন স্লুইস ঘাট এলাকায় নোঙর করে রাখা একটি নৌকায় অভিযান চালিয়ে প্রায় ১০ মণ হাঙ্গর ও একাধিক মৃত সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করেছে কোস্ট গার্ড।

রোববার বিকেলে গোপন সংবাদেরভিত্তিতে পটুয়াখালী এনিমাল লাভার সংগঠন ও কোস্ট গার্ড যৌথ অভিযান চালিয়ে এসব হাঙ্গর ও কচ্ছপ জব্দ করে।

জানা গেছে, জব্দ করা হাঙ্গরগুলো মসৃন হাতুড়ি প্রজাতি ও কোলা হাঙ্গর প্রজাতির। যেটি বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রানী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের রক্ষিত বন্যপ্রানীর তালিকায় তফসিল-১ অনুযায়ী সংরক্ষিত। এগুলো প্রায় তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয় বলে জানা যায়। এছাড়া প্রায় আট ফুট লম্বা হাঙ্গরও ধরা হয়েছে, যেগুলোকে কেটে টুকরো টুকরো করা হয়েছে শুটকির জন্য। আর কচ্ছপগুলোর খোলস বিকৃত করা হয়েছে। এ কারণে তাৎক্ষণিক কচ্ছপের প্রজাতি নির্ণয় করা যায়নি।

পটুয়াখালী এনিমাল লাভার সংগঠনের কলাপাড়া টিম লিডার রাকায়েত আহসান জানান, তারা গোপন সংবাদের মাধ্যমে বিষয়টি জানতে পারেন এবং কোস্টগার্ড ও বন বিভাগকে অবহিত করেন। পরবর্তীতে তারা ধরা নিষিদ্ধ এই হাঙ্গর ও কচ্ছপগুলো জব্দ করেন।

মহিপুর বন বিভাগের পিএম মিজানুর রহমান জানান, জব্দ করা হাঙ্গরগুলো সামুদ্রিক বন্যপ্রাণী আইনে সংরক্ষিত এবং ধরা নিষিদ্ধ। তাই ঊর্ধ্বতন বন কর্মকর্তাদের নির্দেশে সেগুলো মাটি চাপা দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছ।

কোষ্ট গার্ড নিজামপুর স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. মতিউর রহমান জানান, পাচারকারী চক্রটি সমুদ্র থেকে হাঙ্গর শিকার করে আলীপুর শুটকি পল্লীতে বিক্রির জন্য নিয়ে আসে। কিন্তু অভিযানের বিষয়টি টের পেয়ে হাঙ্গরগুলো খাপড়াভাঙ্গা নদীর তীরে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে হাঙ্গরগুলো উদ্ধার করে মহীপুর বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে নদী তীরে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। সংরক্ষিত ও নিষিদ্ধ মাছ ও হাঙ্গর ধরা বন্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে এ কোস্ট গার্ড কর্মকর্তা জানান।