আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক জেনারেল হামলা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তবে তাঁর এক দেহরক্ষী নিহত হয়েছেন।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী।
হামলায় আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আলমাসির এক দেহরক্ষী নিহত হয়েছেন। হোসেইন আলমাসি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশে আইআরজিসির কমান্ডার।
প্রতিবেদনে বলা হয়, হোসেইন আলমাসিকে বহরকারী গাড়ি লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি করে। এতে তিনি অক্ষত থাকলেও তাঁর দেহরক্ষী নিহত হন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানায়।
নিহত দেহরক্ষীর নাম মাহমুদ আবসালান। তাঁর বাবার নাম জেনারেল পারভিজ আবসালান। তিনিও অঞ্চলটিতে আইআরজিসির একজন কমান্ডার।
আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি তলাশি চৌকিতে সন্ত্রাসীরা হোসেইন আলমাসির গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।