আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের তায়েফে এখন চলছে গোলাপ ফুলের ভরা মৌসুম। এখানকার আল-হুদা পাহাড়ের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ছোটবড় বেশ কয়েকটি গোলাপ বাগান। এগুলোর মনকাড়া দৃশ্য যে কাউকে আকৃষ্ট করবে।
রমজানেও এখানকার মানুষ গোলাপ বাগান ও গোলাপ ফুলের মুগ্ধকর দৃশ্য ভিন্ন আবহে উপভোগ করতে ভালোবাসে। তাই ইফতারের সময় তারা ছুটে আসে বিরাট এই গোলাপ-রাজ্যে এবং এর সুঘ্রাণে ইফতার করার মাঝে তারা অনুভব করে ‘স্বর্গীয়’ সুখ ও আনন্দ।
পাহাড়টির আশ-শিফা চূড়ার বাগানগুলোতে ৪২ থেকে ৫০ দিন পর্যন্ত গোলাপ ফুলের বসন্ত থাকে। এসব দিনে এখনকার মনোরম দৃশ্য, কোমল পরিবেশ ও সুঘ্রাণ নিতে দূর-দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে।
আর গোলাপের মৌসুম যখন হয় রমজান মাসে, তখন পরিবার-পরিজন নিয়ে এখানে ইফতার করাটা আনন্দ আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। মনমাতানো গোলাপের সৌরভ ও মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যে হারিয়ে যায় আগত সবাই।
সূত্র : আলআরাবিয়া
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।