বিনোদন ডেস্ক: প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে বলিউডের আলোচিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। সাধারণ বাজেটের এই ছবি শুক্রবার ৩.৫৫ কোটি টাকা কামিয়েছিল। দ্বিতীয় দিন বক্সঅফিস থেকে এসেছে ৮.৫০ কোটি টাকা। ২ দিনেই ১০ কোটি টাকা পেরিয়ে গিয়েছে বক্স অফিসের কামাই। শনিবার ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন দ্য কাশ্মীর ফাইলসের কলাকুশলী। ছবিটি পছন্দ হয়েছে নরেন্দ্র মোদির। এদিকে, তিনটি বিজেপি শাসিত রাজ্য করমুক্ত করা হয়েছে বিবেক অগ্নিহোত্রীর ছবিকে।
‘দ্য কাশ্মীর ফাইলস’ বেশি স্ক্রিন পায়নি। দেশে ৫৬১ ও বিদেশে ১১৩টি স্ক্রিনে মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি। এত কম স্ক্রিন পেলেও দারুণ চলছে ছবিটি। শুক্রবার ছবির আয় ৩.৫৫ কোটি টাকা। আর শনিবার দ্বিতীয় দিনে কামিয়েছে ৮.৫০ কোটি। দু’দিনে ১২.০৫ কোটি টাকা তুলে নিয়েছে দ্য কাশ্মীর ফাইলস।
এদিকে, হরিয়ানার পর আরও দুই বিজেপি শাসিত রাজ্যে করমুক্ত করা হয়েছে দ্য কাশ্মীর ফাইলসকে। রবিবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করেন,’#TheKashmirFiles ছবিটি হৃদয়বিদারক। নয়ের দশকে কাশ্মীরি হিন্দুদের কষ্ট, সংগ্রাম ও মানসিক যন্ত্রণার কাহিনি তুলে ধরা হয়েছে ছবিতে। সবার দেখা উচিত। তাই মধ্যপ্রদেশে ছবিটিকে করমুক্ত করা হল।’
গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের দফতর টুইট করে জানিয়েছে, ‘দ্য কাশ্মীর ফাইলস’কে করমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
শুক্রবার দ্য কাশ্মীর ফাইলসকে করমুক্ত করার কথা জানান হরিয়ানার মুখ্যমন্ত্রী।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন দ্য কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী, তাঁর স্ত্রী তথা ছবির অভিনেত্রী পল্লভী জোশী, প্রযোজক অভিষেক আগরওয়াল। পরে অভিষেক টুইট করেন, কাশ্মীর ফাইলসের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।
‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির আগে জট সৃষ্টি হয়েছিল। ছবির প্রদর্শন আটকাতে একাধিক মামলা করা হয়েছিল। তবে ধোপে টেকেনি। ১১ মার্চ মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।