জুমবাংলা ডেস্ক : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার রাইখালী ইউনিয়নে ওবায়েদ উল্লাহ (৪০) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। সোমবার (২৩ ডিসেম্বর) রাতে ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বালুখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল। নিহত ওবায়েদ উল্লাহ উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, কারিগর পাড়া বাজারে তার নিজস্ব মাছের দোকান ছিলো। সোমবার রাতে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়।এ ঘটনায় কে বা কারা জড়িত তা জানা যায় নি।
চন্দ্রঘোনা থানার ওসি মোহাম্মাদ শাহজাহান কামাল জানান,সোমবার রাতে অনুমানিক সাড়ে ১০ টার দিকে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হচ্ছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করে নি। অভিযোগ দায়ের করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।