জুমবাংলা ডেস্ক : নীলফামারী-২ আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া দেশে উন্নয়ন সম্ভব নয়। তার নেতৃত্বে আজ নীলফামারীতে উত্তরা ইপিজেড হয়েছে। গ্রামগঞ্জের রাস্তাঘাট পাকা হচ্ছে। মেডিকেল কলেজ হয়েছে। টেকনিক্যাল ট্রেনিং সেন্টার হয়েছে। নার্সিং ইনস্টিটিউট হয়েছে। সেখানে প্রায় ৩২ হাজার বেকার তরুণ-তরুণীর কর্মসংস্থান হয়েছে।
মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নীলফামারীতে উন্নয়নের ছিটেফোঁটাও হয়নি।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সদরে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩-এর আওতায় সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন আসাদুজ্জামান নূর।
তিনি বলেন, বিএনপি-জামায়াত সরকারের আমলে আমি বিরোধী দলের এমপি ছিলাম। তখন একটি পয়সাও বরাদ্দ পাইনি। আওয়ামী লীগের এমপি হওয়াটাই ছিল আমার দোষ। এখন বরাদ্দ পাচ্ছি, জেলায় উন্নয়ন হচ্ছে।
সদর উপজেলার টুপামারী থেকে পলাশবাড়ী পর্যন্ত সড়কটি নির্মাণ হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) বাস্তবায়নে ১ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৯৯ টাকা চুক্তিতে সড়ক নির্মাণের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মাইমুনা এন্টারপ্রাইজ।
নীলফামারী এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর বলেন, সদর উপজেলার টুপামারী থেকে পলাশবাড়ী পর্যন্ত ১ হাজার ৩০০ মিটার সড়কের কাজ শুরু হয়েছে। আগামী মাসের শেষদিকে কাজটি শেষ হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সদর উপজেলা প্রকৌশলী বিরল রায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ সরকার প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।