স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনায় ফিরেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিতেই দেশে ফিরেছেন বিশ্বকাপজয়ী এই তারকা। তার নেতৃত্বে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে বাছাইপর্বের প্রথম রাউন্ডের ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগদেন মেসি। অভিষেকের পর থেকে ক্লাবের হয়ে সবগুলো ম্যাচ খেলেছেন তিনি। ১১ ম্যাচ খেলে মেসি গোলও করেছেন ১১টি। কিন্তু জাতীয় দলের খেলার কারণে আগামী ১০ সেপ্টেম্বর কানসাস সিটির বিপক্ষে এমএলএসের ম্যাচে মেসিকে পাবে না মায়ামি।
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য গত ৩১ আগস্ট ৩২ সদস্যের দল ঘোষণা করে আর্জেন্টিনা। সর্বশেষ কাতার বিশ্বকাপের পর চারটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির দলটি যেখানে প্রতিটি ম্যাচই জিতেছে।
https://www.facebook.com/leomessi/posts/923678719123719?ref=embed_post
ফলে সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে তারা বাছাইয়ের প্রথম ম্যাচে খেলবে আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) ইকুয়েডরের বিপক্ষে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়। ঘরের মাঠেই ম্যাচটি খেলবেন মেসিরা। এরপর ১২ সেপ্টেম্বর লা পাজে বলিভিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।
ম্যাচদুইটিকে সামনে রেখে দেশে ফিরেছেন মেসি। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় আর্জেন্টিনার ইজাজা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিজের একটি ছবি শেয়ার করেন মেসি। ছবির ক্যাপশনে লেখেন, ‘আবার একসাথে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।