যে ভুল অনেকেই করেন আন্ডারওয়্যার বা অন্তর্বাস পরার সময়!

অন্তর্বাস

লাইফস্টাইল ডেস্ক : অন্তর্বাস নিয়ে অধিকাংশেরই তেমন একটা মাথা ব্যথা নেই। কিছু একটা পরে নিলেই হল, ভাবটা এমন। তবে মুদ্রার একটা অপর পিঠও রয়েছে। অনেকেই আছেন যাঁরা আবার অন্তর্বাস নিয়ে অতিরিক্ত সচেতন। তাঁরা মনের মতো ফিটিংসের আন্ডারওয়্যার না পেলে পরতে চান না। আর তাঁদের এমন অভ্যাস একদিকে যেমন স্বাস্থ্যের হিতকারী, ঠিক তেমনই কিছু ক্ষেত্রে এই আচরণই ডেকে আনে বড়সড় সমস্যা।

অন্তর্বাস

বিষয়টি একটু বুঝিয়ে বলি শুনুন। আসলে অন্তর্বাস নিয়ে অত্যধিক সচেতন কিছু মানুষ টাইট ফিটিংস আন্ডারওয়্যার ছাড়া পরতেই চান না। এই ধরনের অন্তর্বাসেই তাঁরা স্বচ্ছন্দ। তবে তাঁদের এমন আঁটসাঁট অন্তর্বাস প্রীতিই কিন্তু ডেকে আনতে পারে একাধিক ছোট-বড় সমস্যা। আর মুশকিল হল, নারী-পুরুষ নির্বিশেষে এই কারণে জটিল অসুখের খপ্পরে পড়ার আশঙ্কা বাড়ে বৈকি!

তাই সময় থাকতে টাইট আন্ডারওয়্যার পরার একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিয়ে সতর্ক হন। আশা করছি, এই প্রতিবেদটি পর আপনারও টাইট অন্তর্বাস পরার ইচ্ছে একলাফে অনেকটাই কমে যাবে।

​বাবা হওয়ার স্বপ্ন অধরাও থাকতে পারে​: অনেক পুরুষই আঁটসাঁট অন্তর্বাস পরতে পছন্দ করেন। আপনিও কি সেই দলে নাকি? উত্তর হ্যাঁ হলে জেনে রাখুন, আপনার এমন বদভ্যাস কিন্তু ফার্টিলিটির বারোটা বাজিয়ে দিতে পারে, এমনই আশঙ্কা প্রকাশ করছে একাধিক গবেষণা।

​পেস হসপিটালের পক্ষ থেকে জানানো হচ্ছে, টাইট আন্ডারওয়্যার পরলে স্ক্রোটামের আশপাশে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পায়, যে কারণেই কারণেই কমতে থাকে স্পার্ম মোর্টিলিটি। অর্থাৎ শুক্রাণু ঠিকমতো নড়াচড়া করতে পারে না। তাই পুরুষেরা ইনফার্টিলিটির খপ্পরে পড়লেও পড়তে পারেন।

মহিলারাও সাবধান: অনেক মহিলাই হাই রাইজ অন্তর্বাস পরেন। এটাই তাঁদের অভ্যাস। জানলে অবাক হয়ে যাবেন, এই ধরনের অন্তর্বাস পরার কারণে পাকস্থলীতে অত্যধিক চাপ পড়ে। আর সেই কারণেই অ্যাসিড রিফ্লাক্সের মতো অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। তাই এই ধরনের আন্ডারওয়্যার পরার পর বুকে জ্বালা বা মুখে টক ওঠার মতো কোনও লক্ষণ দেখা দিলে সাবধান হন আর যত শীঘ্র সম্ভব এই এই ধরনের অন্তর্বাস পরিহার করুন।

বিপদ রয়েছে অন্যত্রও​: কিছু মহিলা আবার লো রাইজ টাইট আন্ডারওয়্যার পরতে পছন্দ করেন। আর এই অভ্য়াসের কারণেও কিন্তু একধিক বিপদ ঘটতে পারে। গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত এই ধরনের অন্তর্বাস পরার কারণে থাইয়ের উপর দিকের অংশে নেতিবাচক প্রভাব পড়ে। যে কারণে জায়গাটা অবশ হয়ে যেতে পারে এবং ঝনঝন করতে পারে। তাই এমন ধরনের টাইট অন্তর্বাস পরার বদভ্যাস থাকলে আজ থেকেই তা শুধরে নিন।

পিছু নেবে চুলকানি​: আসলে অত্যধিক টাইট আন্ডারওয়্যার পরলে নির্দিষ্ট অংশে ঠিকমতো বায়ু চলাচল করতে পারে না। আর জায়গাটা দীর্ঘসময় বদ্ধ থাকার কারণে সেখানে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস নিজের বসত বাড়ি তৈরি করার সুযোগ পেয়ে যায়। আর এই কারণেই ব়্যাশ, চুলকানির মতো সমস্যার খপ্পরে পড়ার আশঙ্কা বাড়বে বৈকি! তাই নিজের ভালো চাইলে এই ধরনের আন্ডারওয়্যার পরার অভ্যাস যত দ্রুত সম্ভব ত্যাগ করুন। তাহলেই সুস্থ থাকতে পারবেন।

নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ!

ঢিলে ঢালা আন্ডারওয়্যার পরতে হবে​: বিশেষজ্ঞদের মতে, টাইট আন্ডারওয়্যার পরার বদলে এবার থেকে ঢিলেঢালা অন্তর্বাস পরা উচিত। এই ধরনের অন্তর্বাস পরলে গোপনাঙ্গের তাপামাত্রা ঠিকঠাক থাকবে। এমনকী সেখানে স্বাভাবিক বায়ু চলাচলের সুযোগও পাবে। ফলে সমস্যার খপ্পরে পড়ার আশঙ্কা থাকবে কমবে অনেকটাই।

Disclaimer: প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।