স্পোর্টস ডেস্ক : ইনস্টাগ্রামে বিকিনি পরা কয়েকটি ছবি দিয়ে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন ক্রোয়েশিয়ার জাতীয় দলের ফুটবলার আনা মারিয়া মার্কোভিচ। সেই খ্যাতিই এখন তাঁর কাছে বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে।
ইনস্টাগ্রামে বিকিনি পরে ছবি দেওয়ার পরেই বলা হয়, তিনিই না কি বিশ্বের ‘সবচেয়ে সুন্দরী মহিলা ফুটবলার’। তিনি নাকি সৌন্দর্যে টেক্কা দিতে পারেন বিশ্বের যে কোনও সুন্দরীকে। এ নিয়ে মার্কোভিচ সম্প্রতি মহাবিপদে পড়েছেন। তাঁর কাছে ক্রমাগত অশ্লীল ছবি এসেই চলেছে। ভুয়ো ম্যানেজাররাও তাঁকে উত্ত্যক্ত করছেন।
এক ফুটবল ওয়েবসাইটে মার্কোভিচ বলেছেন, অনেকেই নিজেকে ম্যানেজার পরিচয় দিয়ে মেসেজ করছে। বিভিন্ন ক্লাবে খেলার প্রস্তাব দিচ্ছে। জানি না ওরা কী চায়। ওরা নিশ্চয়ই কোনও দিন আমার খেলা দেখেনি। কিছু অদ্ভুত প্রস্তাবও এসেছে। কেউ মার্কোভিচের বাড়ির কাজের লোক হতেও চেয়েছেন। কেউ অনুশীলনের পর তাঁর জুতো পরিষ্কার করার কাজ করতে চেয়েছেন। সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।