ম্যাথিউজকে দেখে মিটিমিটি হাসলেন নিউজিল্যান্ড অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : চলমান বিশ্বকাপে সম্ভবত সবচেয়ে আলোচিত ঘটনা শ্রীলংকার অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজের ‘টাইমড আউট’। বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে এই আউটের শিকার হন তিনি। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে একই ইস্যুতে আলোচনায় এ লংকান ব্যাটার।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামে নিউজিল্যান্ড ও শ্রীলংকা। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে করে লংকানরা। এদিন ষষ্ঠ উইকেটে ব্যাট করতে আসেন ম্যাথিউজ।

তিনি যখন ব্যাট করতে আসেন, তখন তার দিকে এগিয়ে আসতে দেখা যায় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার ট্রেন্ট বোল্টকে। সে সময় তাদের কোনো একটি বিষয় নিয়ে কথা বলতে দেখা যায়। পরে তাদের মিটিমিটি হাসতেও দেখা যায়।

দৃশ্যটি দেখে ধারাভাষ্যকার ধারণা করেছেন, নিউজিল্যান্ড ক্রিকেটাররা ম্যাথিউজকে জিজ্ঞেস করেছেন যে, তার হেলমেটের স্ট্র্যাপ ঠিক আছে কিনা, সেটি ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা করতে।

এদিকে দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। বিরাট কোহলি (প্যারোডি) নামের এক্স একাউন্টে একজন লেখেন, ‘বোল্ট এবং উইলিয়ামসন টাইমড আউটের জন্য ম্যাথিউজকে টিজ (উত্যক্ত) করেছেন।’

আবার মুদাসার চৌধুরী নামের একজন লেখেন, ‘কেন উইলিয়ামসন ম্যাথিউজকে জিজ্ঞেস করেছেন, তার হেলমেটের স্ট্র্যাপ ঠিক আছে কিনা।’

উল্লেখ্য, গত ৬ নভেম্বর হেলমেট ত্রুটির কারণে দেরিতে ব্যাট করতে আসায় আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে টাইমড আউট হন ম্যাথিউজ। এ ঘটনায় ক্রিকেটবিশ্বে তৈরি হয় নানান বিতর্ক-সমালোচনা।