লাইফস্টাইল ডেস্ক : অনেকেই শরীরের অন্যান্য অংশের যত্নে যতটা মনোযোগ দেন, নাভির দিকে ততটা খেয়াল রাখেন না। অথচ, নাভি আমাদের শরীরের এমন একটি অংশ, যেটি খুব সহজেই অপরিচ্ছন্ন হয়ে পড়ে এবং সঠিক যত্নের অভাবে নানা সমস্যার কারণ হতে পারে। আসুন জেনে নিই, নাভি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ তথ্য।
Table of Contents
নাভি কীভাবে তৈরি হয়?
নাভি আসলে শরীরের একটি ক্ষতস্থান, যা জন্মের সময় তৈরি হয়। শিশুকে মায়ের শরীর থেকে পৃথক করার পর যে অংশটি শুকিয়ে পড়ে যায়, সেটিই নাভি রূপে থেকে যায়। বেশিরভাগ মানুষের নাভি ভিতরের দিকে হলেও, কিছু সংখ্যক মানুষের নাভি বাইরের দিকে থাকে।
নারীদের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নাভিকে ধরা হয়। তাই অনেকেই প্লাস্টিক সার্জারির মাধ্যমে নাভিকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করেন।
নাভি: শরীরের সবচেয়ে অপরিচ্ছন্ন স্থান!
আপনি কি জানেন, গবেষণা অনুযায়ী নাভিতে প্রায় ৬৭ রকমের ব্যাকটেরিয়া বাস করে? প্রতিদিন নানা রকমের পোশাক পরার সময় শরীর এবং পোশাক থেকে ময়লা জমে থাকে নাভির ভিতরে। যতই জামাকাপড় পরিষ্কার হোক না কেন, নাভিকুন্ডলীতে ধুলোময়লা জমে গিয়ে তা একসময় দুর্গন্ধের কারণ হয়ে দাঁড়াতে পারে।
নিয়মিত পরিষ্কার না করলে কী হতে পারে?
নাভি যদি প্রতিদিন পরিষ্কার না করা হয়, তাহলে ব্যাকটেরিয়ার সংক্রমণ, ত্বকের সমস্যা এবং দুর্গন্ধের আশঙ্কা বেড়ে যায়। এমনকি, একজন মায়ের নাভিকুন্ডলী যদি অপরিচ্ছন্ন থাকে, তবে তার সদ্যোজাত শিশুর মধ্যেও সংক্রমণের ঝুঁকি থাকে।
কীভাবে পরিষ্কার করবেন নাভি?
নাভি খুবই স্পর্শকাতর একটি স্থান। তাই প্রতিদিন নরমভাবে সাবান ও পানি ব্যবহার করে পরিষ্কার রাখা উচিত। পরিষ্কারের সময় অতিরিক্ত জোর না দিয়ে, আলতোভাবে পরিষ্কার করলে এটি পরিষ্কারও থাকবে এবং কোনো রকম ক্ষত বা জ্বালাভাবেরও সম্ভাবনা থাকবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।