বিমানে ওঠার আগে মাপা হবে যাত্রীর ওজন

আন্তর্জাতিক ডেস্ক : বিমানে উঠতে গেলে কে কতটা জিনিস নিতে পারবেন, তা ব্যক্তি পিছু নির্দিষ্ট করা থাকে। সেই পরিমাণে সামান্য এদিক-ওদিক হলেই তার জন্য বাড়তি মূল্য দিতে হয়। তাই বিমানে ওঠার আগে ব্যাগে না ভরে ওজন কমানো এবং খরচ বাঁচানোর জন্য বেশির ভাগ পোশাক গায়ে চাপিয়ে ফেলেন বহু যাত্রী। ফলে ব্যাগ অনেকটাই হালকা হয়ে যায়।

এবার দেহের ওজন বেশি হলেও বাড়তি টাকা গুনতে হবে। বিমানে ওঠার আগে মাপা হবে যাত্রীর ওজন। কোরিয়ান এয়ারলায়েন্স সম্প্রতি এই নিয়ম চালু করেছে।

সংস্থা জানিয়েছে, বিমানে ওঠার আগে মালপত্রের পাশপাশি প্রতি যাত্রীরও আলাদা করে ওজনও মাপা হবে। প্রত্যেকের এই তথ্য হাতে থাকলে বিমানের মোট ওজন হিসাব করা তুলনায় সহজ হয়। কোরিয়ার এই পদক্ষেপে উদ্ধুদ্ধ হয়ে নিউজিল্যান্ডের বিমানসংস্থাও এমন ব্যবস্থা চালু করেছে। যাত্রী সুরক্ষার স্বার্থে সব দেশেরই এমন পদক্ষেপ করা উচিত বলে মনে করেন নিউজিল্যান্ডের ওই বিমানসংস্থার এক প্রতিনিধি।