সৌদি আরবের রাজধানী রিয়াদের উত্তরাঞ্চল মালহামে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্যালকন ব্রিডার্স নিলামে এক রাতে তিনটি বাজপাখি বিক্রি হয়েছে মোট ১২ লাখ ৭৬ হাজার সৌদি রিয়ালে। শনিবার (২৩ আগস্ট) সৌদি ফ্যালকনস ক্লাব আয়োজিত নিলামের অষ্টম দিনে এ ঘটনা ঘটে।
নিলামে সৌদি আরবসহ বিশ্বের খ্যাতনামা বাজপাখি প্রজনন খামারগুলো অংশ নেয়। এই আয়োজন চলবে আগামী সোমবার পর্যন্ত।
শনিবারের নিলাম শুরু হয় যুক্তরাজ্যের বর্ডার ফ্যালকনস খামারের একটি শাহিন গাইর ফারখ বাজপাখি দিয়ে, যা ২৮ হাজার সৌদি রিয়ালে বিক্রি হয়। এরপর যুক্তরাজ্যের ফ্যালকন মেউস খামারের আরেকটি শাহিন গাইর ফারখ বাজপাখি বিক্রি হয় ৪৮ হাজার সৌদি রিয়ালে।
সেদিনের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল যুক্তরাষ্ট্রের আরএক্স ফার্মের একটি সুপার হোয়াইট পিওর গাইর ফারখ বাজপাখির বিক্রি। উত্তেজনাপূর্ণ বিডিং শেষে বাজপাখিটি ১২ লাখ সৌদি রিয়ালে ক্রয় করা হয়। সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে, চলতি বছরের নিলামে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হওয়া বাজপাখি।
প্রতি বছর আয়োজিত এই নিলাম বাজপাখি শিকারি, প্রজননকারী এবং অনুরাগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পাচ্ছে। এতে দেশি-বিদেশি অংশগ্রহণকারীরা যুক্ত হচ্ছেন।
নিলামের সব পর্ব সরাসরি সম্প্রচার করা হচ্ছে টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে। এর মাধ্যমে সৌদি ফ্যালকনস ক্লাব বাজপাখি প্রজনন ও পরিচর্যার পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং পরিবেশ সচেতনতার প্রচারকে আরও জোরদার করছে।
সূত্র: গাল্ফ নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।