জুমবাংলা ডেস্ক : জ্বালানি তেলের মূল্য বাড়ানোর পর হু হু করে বাড়ছে একের পর এক নিত্যপণ্য। একদিনের ব্যবধানেই ব্রয়লার মুরগি প্রতি কেজিতে বেড়েছে ৪০ টাকা। খোলা সয়াবিন তেল ও পামঅয়েল কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। ডিমের ডজনও বেড়েছে ২০ থেকে ২৫ টাকা।
রাজধানীর বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ৪০-৫০ টাকা বেড়েছে। বর্তমান দাম ২০০ টাকা। শুধু ব্রয়লার নয়, বেড়েছে পাকিস্তানি কক মুরগির দামও। গত সপ্তাহেও পাকিস্তানি ককের দাম ছিল ২৪৫-২৫০ টাকার মধ্যেই। আজ বিক্রি হচ্ছে ২৭০-২৭৫ টাকায়।
এদিকে, জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গেই সবজির বাজারও আগুন। প্রায় সব ধরনের সবজির দামই কম বেশি বেড়েছে। টমেটোর কেজি একলাফে বেড়েছে ৪০ টাকা।
বর্তমানে টেমেটো ১২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচামরিচের কেজি ২৫০-৩০০ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।