জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের মহাবিপন্ন একটি বিশাল বাঘাইড় মাছ। মাছটি প্রতি কেজি ১ হাজার ৮০০ টাকা করে ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়েছে।
সরকার মহাবিপন্ন এই প্রজাতির মাছকে শিকার ও ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে ঘোষণা করেছে।
সোমবার দুপুরে পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকা হতে মানিকগঞ্জের ধোলাই হালদার নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।
খবর পেয়ে দৌলতদিয়া ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৭১ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে আনেন। পরে মাছটির ভিডিও তার ফেসবুক পেজে শেয়ার করলে ঢাকার এক ব্যবসায়ী যোগাযোগ করে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৭৫ হাজার ৬০০ টাকায় দিয়ে মাছটি কিনে নেন।
সম্রাট শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাছটি বিশেষ ব্যবস্থায় ঢাকায় ক্রেতার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা জানান, বাঘাইড় মাছ শিকার মৎস্য আইনে নিষেধ। বাঘাইড় মাছ বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ২নং তফসিলভুক্ত একটি সংরক্ষিত বন্যপ্রাণী। আইন অনুযায়ী বাঘাইড় মাছ শিকার, ক্রয়-বিক্রয় পরিবহণ কিংবা দখলে রাখা শাস্তিযোগ্য অপরাধ। এ অপরাধের জন্য সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। দৌলতদিয়ার পদ্মা নদীতে বাঘাইড় মাছ শিকারের বিষয়টি তার জানা নেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।