জুমবাংলা ডেস্ক : বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ। পরে সেই মাছ কুয়াকাটা পৌর মৎস্য বাজারে ৩২ হাজার ৭৫০ টাকায় বিক্রি হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে কুয়াকাটা পৌর মৎস্য মার্কেটে খোলা ডাকের মাধ্যমে কুয়াকাটা ফিস পয়েন্টের পরিচালক নাসির উদ্দিন এ মাছটি ক্রয় করেন।
এর আগে, বুধবার (২৩ এপ্রিল) রাত ২টার দিকে বলেশ্বর নদীর সাগর মোহনায় মাছটি কুয়াকাটা বাবলাতলা এলাকার জেলে রাসেল তার জালে পান।
ফিস পয়েন্টের পরিচালক নাসির বলেন, সচারাচর এত বড় মাছ পাওয়া যায় না। বৃহস্পতিবার দুপুরে এ মাছটি মার্কেটে আসার পর ১ হাজার ২৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেই।
জেলে রাসেল বলেন, বহু দিন ধরে মাছ পাই না। ভাগ্য সহায় বলেই এত বড় মাছ আল্লাহ দিয়েছেন। অনেক লোক কিনতে চেয়েছে। পরে কুয়াকাটা মার্কেটে ১ হাজার ২৫০ টাকা কেজি দরে বিক্রি করেছি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নদ-নদী এবং সাগরে বিভিন্ন মাছ পাওয়া যায়। বড় বড় মাছ হারিয়ে যাওয়ার পথে। তবে সামুদ্রিক কোরাল এর চেয়েও বড় হয়ে থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।