জুমবাংলা ডেস্ক : উত্তরবঙ্গের সিমান্তবর্তী জেলা জয়পুরহাট, আলু উৎপাদনে এ জেলা শীর্ষ অবস্থান হওয়ায়,রোপা আমান ধান কাটা-মাড়াই করে, আগাম আলুর বীজ রোপন করতে ব্যস্ত সময় পার করেন আলু চাষিরা।
রোপা আমন-ধান কাটা শেষ করে জমিতে হালচাষ ও সার ছিটাসহ জমি প্রস্তুত করে আলু লাগাতে ব্যস্ত প্রন্তিক কৃষকরা।
তবে বিগত বছরের তুলনায় এবছর বীজ ও সার সংকটে ভোগছেন সাধারন কৃষক। সংকট কে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা দাম নিচ্ছেন বেশি। আলুর বীজ ও সারের দাম বিগত বছরের তুলানাই দ্বিগুণ হওয়ায় আলুর দাম নিয়ে,কিছুটা চিন্তায় পরেছেন আলু চাষীরা।
গত বছরে যে বীজ কিনতে হয়েছে ২৫০০ থেকে ২৬০০ টাকা,সে বীজ এখন ৩৫০০ থেকে ৪০০০ টাকায় কিনতে হচ্ছে।বীজ,সার ও কিটনাশকের সংকটের অযুহাত লেগে আছে। এতে আলু চাষে খরচ বেড়েছে দ্বিগুণ।
এ বিষয়ে আলু চাষীরা বীজ সংকটের অভিযোগ করে বলেন, বেশি দাম দিয়েও পাওয়া যাচ্ছে না বীজ। আমরা টাকা দিয়ে বীজ কিনতে যায়ে ফেরৎ আসতে হচ্ছে।
এ বিষেয়ে ডিলারদের কাছে জানতে চাইলে তারা বলেন, অধিক চাহিদা অনুযায়ী যোগান কম। আবার অনেক সাব- ডিলার বলেন আমরা ডিলারের কাছে টাকা দিয়ে বীজ পাচ্ছি না।
এ বিষয়ে জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক(শস্য) কৃষিবিদ মোঃ মজিবুর রহমান বলেন, জয়পুরহাট জেলায় এ বছর ৪০ হাজার হেক্টর জমিতে আলু লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। অসাধু ব্যবসায়ীরা সার ও বীজের দাম বেশি নিতে না পারে বিষয়টি মনিটরিং করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।