জুমবাংলা ডেস্ক : বগুড়ার বাজারে তিন টন ভারতীয় স্টিক জাতের আলু ঢুকেছে। বৃহস্পতিবার রাতে রাজাবাজারে এসব আলু প্রবেশ করে যা শুক্রবার সকাল থেকে পাইকারি বাজারে ৪০ থেকে ৪২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে, ভারতীয় আলু বাজারে প্রবেশের খবরেই দাম কমতে শুরু করেছে। পাইকারি বাজারে প্রতি কেজি আলু দাম ৮ থেকে ১০ টাকা কমেছে। এখন হলেন্ডার আলু বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫২ টাকা, আর দেশি আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬২ থেকে ৬৪ টাকা।
শনিবার (৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বগুড়ার বিভিন্ন বাজার ঘুরে এ দৃশ্য দেখা যায়। অথচ একদিন আগেই এই বাজারে হলেন্ডার আলু ৬০ থেকে ৬২ টাকা এবং দেশী আলু ৭০টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। বিক্রেতাদের দাবি, আমদানি করা আলু বাজারে এখনও সেভাবে সরবরাহ করা হয়নি। সরবরাহ বাড়লে দাম আরও কমে আসবে। আলু বিক্রেতা মিলন শেখ বলেন, একদিনের ব্যবধানে আলুর দাম কমেছে। ভারতীয় আলু এখনও আমরা পাইনি। পেলে দাম আরও কমে আসবে। লতিফ শেখ নামে আরও এক ব্যবসায়ী বলেন, ‘ভারতীয় আলু ৩৭টাকা কেজি দরে কিনেছি। আমাদের ৪০ থেকে ৪২ টাকা কেজি দরে বিক্রি করতে হবে।’
বগুড়া রাজাবাজার আরৎদার ও সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ বলেন, ‘ রাজাবাজারে আলুর দাম কমতে শুরু করেছে। রাতে তিন টন ভারতীয় আলু প্রবেশ করেছে যা
আমরা ব্যবসায়ীদের কাছে ৩৭ টাকা কেজি দরে বিক্রি করেছি। আলুর সরবরাহ আরও বাড়বে তখন দাম অনেক কমে আসবে।’ হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিক বলেন, ‘ভারত থেকে মোট ১৭৮ মেট্রিক টন আলু দেশে প্রবেশ করেছে। তবে কি জাতের আলু তা উল্লেখ করা হয়নি। ভারত থেকে আলু আমদানি কার্যক্রম অব্যাহত থাকবে।’
এদিকে, বগুড়ায় প্রতিদিন ১শ বস্তা বা ৬ হাজার কেজি আলু সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করবে কোল্ড ষ্টোর মালিকরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এর আয়োজনে আলুর বাজার মূল্য নিয়ন্ত্রণে জেলার কোল্ড স্টোরেজ মালিক সমিতির সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আলুর চড়া বাজারমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে আলুর চাহিদা, যোগান ও দাম নিয়ন্ত্রণের বিভিন্ন সমস্যা ও সমাধানের কৌশল নিয়ে আলোচনা করা হয় এবং এ সংক্রান্ত কর্মপন্থা ঠিক করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিদিন বাজারে আলু রাখতে হবে। সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। যারা সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি না করে অবৈধভাবে মজুদ করবে সেসব কোল্ড স্টোরে অভিযান পরিচালনা করা হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।