স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ১৫০ উইকেটের মালিক হলেন মেহেদি হাসান মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে চলমান ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১৫ রানে ২ উইকেট নেন মিরাজ। আফগানিস্তানের করিম জানাতকে আউট করে ইনিংসে নিজের দ্বিতীয় উইকেট নেন মিরাজ। আর এতেই টেস্ট ক্যারিয়ারের ৩৯তম ম্যাচে ১৫০ শিকার পূর্ণ করেন এই অলরাউন্ডার।
২০১৬ সালের অক্টোবরে চট্টগ্রামের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মিরাজের। অভিষেক ম্যাচেই বল হাতে নিজের জাত চেনান মিরাজ। প্রথম ইনিংসে ৮০ রানে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৫৮ রানে ১ উইকেট নেন এই অলরাউন্ডার। ঐ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে আরও ভয়ংকর রূপ দেখান মিরাজ। ঢাকা টেস্টের দুই ইনিংসে ৬টি করে উইকেট নেন তিনি। তার বোলিং নৈপুণ্যে ঢাকা টেস্টে ইংল্যান্ডকে ১০৮ রানের বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশকে সিরিজ সমতায় ফেরান মিরাজ।
মিরাজের আগে বাংলাদেশের হয়ে টেস্টে ১৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। এখন অবধি সাকিব ৬৬ টেস্টে ২৩৩ এবং ৪২ টেস্টে তাইজুল ১৭৭ উইকেট নিয়েছেন।
অল্প রানেই অলআউট আফগানিস্তান, বিশাল লিড নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।