স্পোর্টস ডেস্ক : ব্যাট করতে নামলেই রেকর্ড ভাঙা গড়ার খেলায় মেতে থাকেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধেও তার ব্যতিক্রম হল না। ভাঙলেন একাধিক রেকর্ড।
বিরাট কোহলিকে তুলনা করা হচ্ছে শচীন তেন্ডুলকরের সঙ্গে। বলা হচ্ছে যদি কেউ শচীনের রেকর্ড ভাঙতে পারেন তিনি বিরাট কোহলি। বর্তমানে বিরাট যেই ফর্মে আছেন তাতে তিনি যে শচীনের রেকর্ড ভেঙে দেবেন সেই ব্যাপারে কোনও সন্দেহ নেই। সেই দিকে বেশ কিছুটা এগিয়ে গেলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনিংসের পর। কোনও এক দলের বিরুদ্ধে সবথেকে বেশি সেঞ্চুরি করলেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে করলেন ১০টা সেঞ্চুরি। তৃতীয় ম্যাচের পর তিনি দশম সেঞ্চুরি করলেন। শচীন তেন্ডুলকরের আছে ৯টা, সেটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ওডিআইতে বিরাটের মোট সেঞ্চুরির সংখ্যা ৪৬টা। শচীনের ৪৯টা ওডিআই সেঞ্চুরি তিনি দ্রুত ভাঙবেন বলে মনে করা হচ্ছে।
বিরাটের কেরিয়ারের ৭২ তম সেঞ্চুরি এসেছিল ৫৪০ তম ইনিংস থেকে। ৭৩ তম সেঞ্চুরি এসেছে ৫৪১ তম ইনিংস থেকে আর ৭৪ তম সেঞ্চুরি এল ৫৪৩ তম ইনিংস থেকে।
কোনও এক দলের বিরুদ্ধে দাদাগিরি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০টা সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯টা। এই দুই দলকেই শাসন করেছেন বিরাট।
প্রথম ১৮টা ওডিআই ইনিংসে ভারতের হয়ে বিরাট করলেন ৭৫৯ রান। তালিকায় নেই শচীন তেন্ডুলকর। তালিকার শীর্ষে রয়েছেন শুভমন গিল।
পার্টনারশিপে ১০০+ রানেও রয়েছেন বিরাট আর। শীর্ষে আছেন মাস্টার ব্লাস্টার। ৯৯ বার ১০০ রানের বেশি পার্টনারশিপ গড়েছেন শচীন তেন্ডুলকর। ৭৩ বার করলেন বিরাট কোহলি আর ৭২ বার করেছেন রিকি পন্টিং। টপকে গেলেন পন্টিংকে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বোচ্চ রান। শচীন তেন্ডুলকর করেছেন ৩১১৩ রান। বিরাট করলেন ২৩৮৪ রান। ধোনি করেছেন ২৩৮৩ ও ইনজামাম উল হক করেছেন ২২৬৫। ফলে ১ রানের জন্য ধোনিকে টপকালেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।