ভারত-পাকিস্তান ম্যাচে যেসব রেকর্ড গড়লেন কোহলি

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি। চিরপ্রতিদ্বন্দ্বী দেশটির বিপক্ষে ৯৪ বলে ৯ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১২২ রানের অপরাজিত এক ইনিংস খেলেন ভারতের কিংবদন্তি এই ব্যাটার।

সোমবার (১১ সেপ্টেম্বর) কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ফরম্যাটের ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি।

কোহলির আগে এই এলিট ক্লাবে ঢুকেছেন আরও চারজন। তাদের সবাই ৩০০ ম্যাচের বেশি খেলে মাইলফলকে পৌঁছান। এই ম্যাচে স্বদেশি শচীন টেন্ডুলকারের রেকর্ড টপকে দ্রুততম সময়ে ১৩ হাজারের এলিট ক্লাবে প্রবেশ করেছেন কোহলি। এই রেকর্ড গড়তে ডানহাতি এই ব্যাটার খেলেন ২৬৭ ইনিংস।

ভারতের কিংবদন্তি মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার (৩২১), অস্ট্রেলিয়ার দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং (৩৪১) এবং দুই শ্রীলঙ্কান কিংবদন্তি, উইকেটকিপার ব্যাটার কুমার সাঙ্গাকারা (৩৬৩) এবং সনাৎ জয়সূরিয়া (৪১৬)।

ওয়ানডে ক্যারিয়ারের ৪৬৩ ম্যাচে শচীনের সংগ্রহ সর্বোচ্চ ১৮৪২৬ রান। এই তালিকায় পরের স্থানে রয়েছেন যথাক্রমে রিকি পন্টিং ৩৭৫ ম্যাচে ১৩৭০৪ রান, সাঙ্গাকারা ৪০৮ ম্যাচে ১৪২৩৪ রান, জয়সুরিয়া ৪৪৫ ম্যাচে ১৩৪৩০ রান। ২৭৮ ম্যাচে কোহলির রান এখন ১৩০২৪।

টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি, সব প্রতিযোগিতা মিলিয়ে এটি কোহলির ৭৭তম সেঞ্চুরি। তার উপরে আছেন একমাত্র শচীন টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন মাস্টার ব্লাস্টার।

ওয়ানডে সংস্করণে ৪৭তম সেঞ্চুরি কোহলির। এই ফরম্যাটে শচীন ছাড়া সবাইকে পেছনে ফেলেছেন কোহলি। ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের রেকর্ড ৪৯ সেঞ্চুরি ছুঁতে কোহলির লাগবে আর দুটি শতক।

পাকিস্তানকে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারালো ভারত