টানা ৪ মাস বন্ধ থাকবে রাজধানীর যে সড়ক

road

জুমবাংলা ডেস্ক : রাজধানীর বিমানবন্দর এলাকায় পথচারীদের জন্য আন্ডারপাস নির্মাণ কাজ চলছে। এর ফলে হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত সড়ক বন্ধ রয়েছে। রাস্তাটি টানা চার মাস বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ জুলাই) ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস’ নির্মাণ প্রকল্প কর্তৃপক্ষের দেয়া বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজ চলা অবস্থায় প্রকল্পের আওতাধীন এয়ারপোর্ট-দক্ষিণখান রোডের অন্তর্গত হজ ক্যাম্প থেকে বিমানবন্দর রেললাইন পর্যন্ত সংযোগ সড়ক ১২০ দিন (৪) মাস পর্যন্ত বন্ধ থাকবে।

তাই সব ধরনের যানবাহন ও পথচারীদের এ সময়ে বিকল্প হিসেবে ‘কাওলা সড়ক’ ব্যবহারের অনুরোধ জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। সেই সঙ্গে রাস্তা বন্ধ রাখার জন্য দুঃখ প্রকাশও করা হয়েছে।