জুমবাংলা ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে শনিবার জিকির-আসকার ও নফল ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে জোড় ইজতেমার দ্বিতীয় দিন।
সমবেত মুসল্লিদের উদ্দেশে দেশ-বিদেশের মুরব্বিরা এদিন গুরুত্বপূর্ণ বয়ান করেন। ইতোমধ্যে বিশ্বের ১৯টি দেশের ২৬১ জন বিদেশি মেহমান এই ইজতেমায় অংশ নিয়েছেন।
এদিকে ইজতেমায় আসা আব্দুল হাকিম আকন্দ (৭২) নামে এক মুসলি শুক্রবার বিকালে মৃত্যুবরণ করেছেন। তিনি ফরিদপুরের নগরকান্দা থানার দুলালি গ্রামের আব্দুল হামিদ মাতব্বরের ছেলে।
শনিবার যারা বয়ান করলেন : এদিন বাদ ফজর তাবলিগের ছয় ছিফাত (বিশেষ বৈশিষ্ট্য) তথা কালিমা, নামাজ, জিকির, ইখলাসে নিয়ত, ইকরামুল মুসলিমীন ও দাওয়াতে তাবলিগের গুরুত্ব তুলে ধরে বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক।
সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলে কারগুজারি আমল। বাদ আসর বয়ান করেন মাওলানা ফারুক। বাদ মাগরিব আ’মবয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহীম দেউলা। আগামী মঙ্গলবার মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শূরায়ে নেজামের পাঁচ দিনের জোড় ইজতেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।