স্পোর্টস ডেস্ক : লম্বা সময় ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। অসাধারণ দক্ষতা, কঠোর পরিশ্রম আর জয়ের মানসিকতা দিয়ে নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। মেসি-রোনালদোর মধ্যে সেরা কে, এমন বিতর্ক চলে আসছে গত দুই দশক ধরেই। তবে দুজনেই যে ইতিহাসের অন্যতম সেরা, সেটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।
মেসি-রোনালদোর ক্যারিয়ারজুড়ে আছে অসংখ্য সাফল্য। ব্যক্তিগত অর্জন যেমন আছে, তেমনি আছে দলগত সাফল্যও। তবে এই মহাতারকাদের ক্যারিয়ারেও কিছু অপূর্ণতা রয়েছে। লম্বা ক্যারিয়ারে অনেক শিরোপা জিতলেও কিছু সাফল্য অধরা রয়ে গেছে তাদের।
বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগ, লা-লিগা, লিগ ওয়ান এবং সুপার কাপ মতো শীর্ষস্থানীয় অনেক টুর্নামেন্টের শিরোপা জিতেছেন মেসি। তার পক্ষে জেতা সম্ভব ছিল কিন্তু জেতেননি, এমন টুর্নামেন্ট খুব কমই আছে। পুরো ক্যারিয়ারে তিনটি শিরোপা জিততে পারেননি মেসি। এর মধ্যে একটি হয়তো আর কখনোই জেতা হবে না তার। বাকি দুটি টুর্নামেন্টের শিরোপা জেতার সুযোগ এখনও আছে এই তারকার।
বার্সেলোনা ছাড়ার পর দুই মৌসুম পিএসজির হয়ে খেলেছিলেন মেসি। ওই দুই মৌসুমে দুইবার লিগ ওয়ান জিতলেও ফ্রেঞ্চ কাপ কখনো জেতা হয়নি তার। আর কখনো ফ্রান্সের কোনো ক্লাবে না ফিরলে হয়তো এই শিরোপাটা অধরাই থেকে যাবে তার। তবে বাকি দুটি শিরোপা এখনও জিততে পারেন মেসি। এই শিরোপা দুটি হলো- কনকাফ চ্যাম্পিয়ন্স কাপ এবং এমএলএস কাপ।
যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে এখন খেলেন মেসি। এই ক্লাবের হয়ে খেলার সুবাদে দুটো টুর্নামেন্টেই অংশ নেয়ার সুযোগ আছে তার। লুইস সুয়ারেজ, জর্দি আলবাদের নিয়ে বর্তমানে যে শক্তিশালী দল সাজিয়েছে মিয়ামি, তাতে ভবিষ্যতে এই শিরোপা দুটি জয়ের ভালো সম্ভাবনা রয়েছে মেসির দলের।
মেসির অধরা শিরোপা জয়ের তালিকার চেয়ে রোনালদোর তালিকাটা একটু বেশি বড়। আন্তর্জাতিক পরিসরে ফিফা বিশ্বকাপ এবং ফিফা কনফেডারেশন্স কাপ এখনও জেতেননি রোনালদো। আর লিগ পর্যায়ে ইউরোপা লিগ, টাকা ডি পর্তুগাল, লিগা পর্তুগাল, সৌদি কিং কাপ, সৌদি সুপার কাপ, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এবং রশিন লিগ জেতেননি তিনি।
ফুটবল ক্যারিয়ারে আরও একটি বিশ্বকাপ খেলতে পারেন রোনালদো। সেক্ষেত্রে ওই বিশ্বকাপ জেতার সুযোগ থাকবে এই মহাতারকার। তবে ২০২১ সালের পর কনফেডারেশন্স কাপ বিলুপ্ত হয়ে যাওয়ায় এই টুর্নামেন্ট জেতার কোনো সুযোগ নেই তার।
সৌদি ক্লাব আল নাসরে খেলার সুবাদে সৌদি কিং কাপ, সৌদি সুপার কাপ আর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খুব শীঘ্রই জেতার সুযোগ রয়েছে রোনালদোর। তবে আর কখনো পর্তুগিজ কোনো ক্লাবে না ফিরলে টাকা ডি পর্তুগাল, লিগা পর্তুগালের শিরোপা অধরাই থেকে যাবে এই মহাতারকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।