এখনই ২০২৬ বিশ্বকাপের লাভ দেখছে যুক্তরাষ্ট্র

২০২৬ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন (ইউএসএসএফ) বিশ্বকাপকে সামনে রেখে তাদের পুরোনো স্পন্সরের সঙ্গে নতুন করে চুক্তি করছে। যেখানে নাইকি, ভক্সওয়াগেন এবং ডেলয়েটের মতো জায়ান্ট কোম্পানি রয়েছে। আর ফুটবলের নতুন ফরম্যাটের তাগিদে অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি সব মিলিয়ে নতুন এক ব্যবসার দ্বার উন্মোচন করেছে।

২০২৬ বিশ্বকাপ

২০২৬ সালের বিশ্বকাপ সামনে রেখে উত্তর আমেরিকার দেশগুলোতে যে যজ্ঞ এরই মধ্যে শুরু হয়ে গেছে তাতে রূপান্তর ঘটেছে অর্থনীতিতে। ২০২৩ সালের নারী বিশ্বকাপ এবং ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপকে কেন্দ্র করে নাইকি, ভক্সওয়াগেন, ডেলয়েট, চিপোটল, অলস্টেট, অ্যানহেউসার বুশসহ বেশ কয়েকটি বড় কোম্পানির সঙ্গে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র।

এ দিকে মিডিয়া, স্পনসরশিপ এবং ভোগ্যপণ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আলোচনার ক্ষমতা রয়েছে দেশটির। তাই বিশ্বকাপকে একটি প্রণোদনা হিসেবে নিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন অর্থনীতি এবং খেলাধুলার ক্ষেত্রে উল্লেখযোগ্য পদক্ষেপ নেবে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২৬ সালে আয়োজিত বিশ্বকাপটি মোট ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১১টি থাকবে যুক্তরাষ্ট্রের, ২টি কানাডার এবং ৩টি মেক্সিকোতে। এ নিয়ে মেক্সিকো তিনবারের মতো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। ১৯৮৬ ও ১৯৭০ সালের বিশ্বকাপ আয়োজন করেছিল দেশটি।

বাংলাদেশে আসতে রাজি হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা