আন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপের পরিবেশ মন্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, দেশের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুর উপর ‘কালা জাদু’ প্রয়োগ করেছেন তিনি।
পুলিশ জানিয়েছে, গত রবিবার রাজধানী মালে থেকে গ্রেফতার হয়েছেন ফতিমাত শামনাজ় আলি সালিম। তিনি মালদ্বীপের পরিবেশ, জলবায়ু পরিবর্তন, শক্তি মন্ত্রী। ফতিমাতের সঙ্গে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। আপাতত তিনি হেফাজতে। তদন্ত চলছে। যদিও মন্ত্রীর গ্রেফতারি নিয়ে বিশদে কিছু জানায়নি পুলিশ। স্থানীয় একটি সংবাদমাধ্যম দাবি করেছে, ‘‘প্রেসিডেন্ট মুইজ্জুর উপর ‘কালা জাদু’ প্রয়োগ করেছিলেন মন্ত্রী।’’ পুলিশ যদিও এই অভিযোগ নিয়েও কোনও মন্তব্য করেনি।
মালদ্বীপ পরিবেশমন্ত্রীর ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপুঞ্জ হুঁশিয়ারি দিয়েছে, যে ভাবে সমুদ্রে জলস্তর বৃদ্ধি পাচ্ছে, তাতে চলতি শতকের শেষে মালদ্বীপ আর বাসযোগ্য থাকবে না। তাই সে দেশে মানুষকে অনেক বেশি করে সচেতন করছে সরকার। এই আবহে মালদ্বীপের পরিবেশমন্ত্রী গ্রেফতারির পর প্রশ্ন উঠেছে। মুসলিম অধ্যুষিত মালদ্বীপে ‘তন্ত্রসাধনা’, ‘কালাজাদু’ অপরাধ নয়। তবে দোষ প্রমাণিত হলে মুসলিম আইনে ছ’মাস পর্যন্ত জেল হতে পারে।
এমনিতে ছোট এই দ্বীপরাষ্ট্রে ‘কালাজাদু’ প্রয়োগের প্রচলন রয়েছে। ২০২৩ সালে মানাধুতে ৬২ বছরের এক মহিলাকে কুপিয়ে খুন করেন প্রতিবেশী তিন জন। অভিযোগ, ওই মহিলা ‘কালাজাদু’ করতেন। যদিও পুলিশ একটি সংবাদমাধ্যমকে জানিয়েছে, তারা তদন্ত করে মহিলার ‘কালাজাদু’ করার প্রমাণ পায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।