আন্তর্জাতিক ডেস্ক : আস্ত একটি বড় বার্গার এক নিমেষেই মুখে পুরে নেন তিনি। ম্যাকডোনাল্ডের ফ্রাইয়ে কামড় দিলে বেশির ভাগ চলে যায় মুখে। এই না হলে বিশ্বের সবচেয়ে বড় মুখের অধিকারী নারী!
গিনেসের রেকর্ডধারী ওই নারীর নাম সামান্থা রামসডেল। সামাজিক মাধ্যমে বিভিন্ন খাবার খাওয়ার ভিডিও দেন তিনি। তাতে দেখা যায়, একের পর এক খাবার গোগ্রাসে গিলছেন গীতিকার ও কমেডিয়ান হিসেবে পরিচিত সামান্থা। হাড়কিপটে নাটকের মতো তাই বলাই যায়, মুখ তো নয়, যেন রাইস মিলের হলার।
সবচেয়ে বড় হা করে ২০২১ সালে গিনেসে নাম লিখিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সামান্থা। গিনেস জানায়, এই নারী হা করলে মুখে আড়াই ইঞ্চি জায়গা হয়। এবার ৩৩ বছর বয়সী সামান্থা জানালেন, আরও একটি রেকর্ড গড়েছেন তিনি।
সংবাদমাধ্যম লেডবাইবেল ডটকম বলছে, সম্প্রতি এ নিয়ে ভিডিও প্রকাশ করেছেন সামান্থা। সেখানেই জানান, এখন তিনি দুইটি রেকর্ডের মালিক। নতুন রেকর্ডটি হচ্ছে, সবচেয়ে প্রশস্ত মুখের। ২০২২ সালে এ রেকর্ড ভেঙেছেন তিনি। তবে এতদিন জানাননি।
ভিডিওতে সামান্থা গিনেসের যে সনদ দেখান, সেখানে বলা আছে, বিশ্বের সবচেয়ে প্রশস্ত মুখের নারী এখন সামান্থা। তাঁর মুখ ১০ দশমিক ৩৩ সেন্টিমিটার প্রশস্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।