জুমবাংলা ডেস্ক : সপ্তাহখানেক বাদেই পবিত্র ঈদুল আযহা। নগরবাসীর সুবিধার কথা চিন্তা করে এবার ঢাকার ২২ জায়গায় কোরবানির পশুর হাট বসানোর অনুমতি দিয়েছে দুই সিটি কর্পোরেশন। আদালতের নির্দেশনার কারণে আফতাবনগরে হাট বসছে না এবার।
দুই সিটি করপোরেশন থেকে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বসতে যাচ্ছে ৯টি অস্থায়ী হাট। পাশাপাশি থাকবে গাবতলীর স্থায়ী হাট। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি অস্থায়ী হাট বসানোর অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি থাকছে সারুলিয়া স্থায়ী পশুর হাট।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের অস্থায়ী ৯টি হাট:
* ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খোলা জায়গা
* ৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচকুড়া ব্যাপারিপাড়া রহমান নগর আবাসিক প্রকল্প এলাকা
* খিলক্ষেতের ৪৩ নম্বর ওয়ার্ডের মাস্তুল চেকপোস্ট
* ভাটারার সুতিভোলা খালের কাছের খোলা জায়গা
* উত্তরার ১৬ ও ১৮ নম্বর সেক্টরের কাওলা শিয়ালডাঙ্গা
* বউবাজার এলাকা
* বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাবনগর) ব্লক ই, এফ, জি, এইচ, এল, এম, এন
* মিরপুর সেকশন-৬ (ইস্টার্ন হাউজিং ওপেন স্পেস)
* মোহাম্মদপুরের বসিলায় ৪০ ফুট রাস্তার পাশের খোলা জায়গায়।
ঢাকা দক্ষিণের অস্থায়ী ১১টি হাট:
* বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাবনগর) ব্লক ই, এফ, জি, এইচ এবং সেকশন ১ ও ২-এর নিকটবর্তী খোলা জায়গা
* যাত্রাবাড়ী দনিয়া কলেজ
* ধোলাইখাল ট্রাক টার্মিনাল
* আমুলিয়া মডেল টাউন
* মেরাদিয়া বাজার এবং কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন স্থান
* রহমতগঞ্জ ক্লাব
* শ্যামপুর কদমতলী ট্রাকস্ট্যান্ড
* উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার
* ইনস্টিটিউট লেদার টেকনোলজি কলেজ
* পোস্তগোলার খোলা মাঠ
* বিশ্ব রোডের কাছে লিটল ফ্রেন্ডস ক্লাবের পাশে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.