স্পোর্টস ডেস্ক : কলম্বোতে ভারত ও পাকিস্তানের এশিয়া কাপের গ্রুপ ম্যাচ বৃষ্টিতে ফলশূন্য ছিল। কোটি কোটি দর্শকের উত্তেজনা ছাপিয়ে জয় হয় বৃষ্টির। এই পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না হয়, সেজন্য ভেন্যু স্থানান্তরের পদক্ষেপ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। বিকল্প হিসেবে শুধুমাত্র ভারত ও পাকিস্তানের সুপার ফোরের ম্যাচের জন্য রিজার্ভ ডে যুক্ত করা হলো।
আগামী ১০ সেপ্টেম্বর এশিয়া কাপে দ্বিতীয়বার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সুপার ফোরে কেবল এই ম্যাচটির জন্যই ১১ সেপ্টেম্বরকে রিজার্ভ ডে ঘোষণা করা হয়েছে। এই প্লেয়িং কন্ডিশনে পরিবর্তন করেছে পিসিবি। এই ম্যাচের টিকিটধারীরা নির্ধারিত দিনে খেলা শেষ না হলে পরের দিন দেখতে পারবেন।
আগামী রবিবার বৃষ্টির আশঙ্কা ৯০ শতাংশ। ওই দিনেই দৈর্ঘ্য কমিয়ে হলেও ম্যাচ শেষ করার পরিকল্পনা। সেটা সম্ভব না হলে রিজার্ভ ডেতে নির্ধারিত দিনের সবশেষ বল থেকেই শুরু হবে খেলা।
ভারতের দুটি গ্রুপ ম্যাচেই ছিল বৃষ্টির দাপট। প্রথম ম্যাচে তাদের ব্যাটিং ইনিংস শেষ হলেও পাকিস্তান বোলিংয়ে নামতে পারেনি। নেপাল ম্যাচেও বৃষ্টিতে ভারতকে রান তাড়ার জন্য বেধে দেওয়া হয় ২৩ ওভার। ম্যাচটি জিতে সুপার ফোর নিশ্চিত করেন রোহিত শর্মারা।
এরপরই পাকিস্তান এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে সুপার ফোরের ম্যাচটি কলম্বো থেকে হাম্বানটোটায় সরিয়ে নেওয়ার অনুরোধ করে। কিন্তু স্টেকহোল্ডারদের কথা ভেবে কলম্বোতেই ম্যাচ আয়োজনের কথা জানায় এসিসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।