মাহাবুর রহমান : গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ বলেছেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার জন্য জোড় দাবি জানান। বিএনপি একটি নির্বাচনমুখী দল। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনের বিকল্প নেই। বিএনপি ও সাধারণ জনগণ একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় রয়েছেন।
শুক্রবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এসময় সাধারণ ভোটারদের সাথে সাক্ষাৎ এবং কুশল বিনিময় করেন বিএনপির এই নেতা।
এ-সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।