স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর আগে সম্ভাব্য শিরোপাজয়ী দল নিয়ে সাবেক ক্রিকেটাররা অনেক ভবিষ্যদ্বাণী করেছেন। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান- এই পাঁচ দলকে ঘিরেই ছিল অধিকাংশের প্রেডিকশন। এদের মধ্যে ভারত ছাড়া সেমিফাইনালের টিকিটের জন্য লড়াই করছে সবাই। পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারের ভাষ্য, দুর্দান্ত ভারতই বিশ্বকাপ জিততে চলেছে।
বিশ্বকাপের রাউন্ড রবিন লীগ পর্বে এখন পর্যন্ত ৫টি ম্যাচ খেলে সবকটিতে জয় পেয়েছে ভারত। টানা সাফল্যে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রোহিত শর্মারা। শতভাগ জয়ে সেমিফাইনালের পথটা সুগম করে রেখেছে স্কাই ব্লুরা। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেন, ‘ভারতের বিশ্বকাপ না জেতার কোনো কারণ দেখি না।
ওদের একটি পূর্ণাঙ্গ ব্যাটিং ও বোলিং লাইনআপ আছে।’
বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারায় ভারত। কিউইদের দেয়া ২৭৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২ ওভার হাতে রেখে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। দলের জয়ে মুখ্য ভূমিকা পালন করেন বিরাট কোহলি। ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফিনিশারের ভূমিকা পালন করেন তিনি।
এর আগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও চাপের মধ্যে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কিং কোহলি। শোয়েব আখবার বলেন, চাপের মধ্যে আরো ভালো খেলেন কোহলি। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘সে এমন ব্যাটার, যে চাপের মধ্যে খেলে আরো ভালো করে। ওর কাছে চাপ মানে শতকের সুযোগ, দলকে জেতানোর সুযোগ। এরপর ইনস্টাগ্রামে অনুসারীদের প্রশংসায় ভাসা। আসলে এসব ওর প্রাপ্য।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২৩ বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচটি খেলেন মোহাম্মদ শামি। একাদশে সুযোগ পেয়েই অনন্য পারফরম্যান্সে ম্যাচসেরা হন ভারতীয় পেসার। ৫৪ রানের খরচায় নেন পাঁচ উইকেট। শামিকে নিয়ে শোয়েব বলেন, ‘সে একটু বেশি রান দিয়ে ফেলেছে। কিন্তু ৫ উইকেট নিয়েছে মানে সব ঠিক আছে। নিউজিল্যান্ডের সংগ্রহ যে ৩০০ থেকে ৩৫০ হয়নি, তাতে ওর অবদান অনেক। সে ওর প্রতিভার জানান দিয়েছে। ভারতের এই বোলিং লাইনআপ নিয়েই খেলতে নামা উচিত।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।