জুমবাংলা ডেস্ক : বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে শহর জুড়ে চলছে নানা আয়োজন। ব্যস্ত পুরো শহর। রাস্তায় দীর্ঘ যানজট, পথচারীদের ঠেলাঠেলি। এমন চিত্র দেখা গেল মেট্রোরেল স্টেশনেও। প্লাটফর্মে দাঁড়িয়ে থাকার অবস্থাও নেই।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টা নাগাদ এমন চিত্র দেখা যায় কারওয়ান বাজার স্টেশনে। যাত্রীরা র্যাপিড পাস পাঞ্চ করে ভেতরে ঢুকলেও দাঁড়ানোর জায়গা পাচ্ছেন না। আগে থেকেই এখানে জড়োসড়ো হয়ে আছে যাত্রীদের দীর্ঘ লাইন।
সেই ভিড় ঠেলে দাঁড়াতে হচ্ছে এস্কেলেটরে নয়তো সিঁড়িতে। তবুও যেন ভিড় কমছে না। দশ মিনিট পরপর ট্রেন এলেও সেগুলো আগে থেকেই পূর্ণ হয়ে আসছে। কারওয়ান বাজার থেকে গুটি কয়েকজন ভেতরে যেতে পারলেও বেশির ভাগ যাত্রী পরের ট্রেনের আশায় প্লাটফর্মেই অবস্থান করছেন।
এর আগে মিরপুর থানার কাজীপাড়ায় বৈদ্যুতিক তারে ঘুড়ি আটকে যাওয়ায় মতিঝিল থেকে উত্তরামুখী মেট্রোরেল বন্ধ ছিল। এর প্রায় এক ঘণ্টা পর মেট্রোরেল সার্ভিস চালু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।