বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : মাইক্রোসফট সম্প্রতি জানিয়েছে তারা উইন্ডোজ ১১ তে উইন্ডোজ মেইল আর ক্যালেন্ডার অ্যাপ রাখবে না। এখন এই দুটো অ্যাপ্লিকেশন সরাসরি আউটলুকের সঙ্গে যুক্ত হবে। মাইক্রোসফট ২০১৫ সালে সর্বপ্রথম উইন্ডোজ মেইল ফিচার চালু করে।
এই ফিচার চালু করায় ব্যবহারকারীরা খুব সহজেই তাদের একাধিক মেইল একসঙ্গে রাখতে পারতেন এবং সহজেই লগিন করতে পারতেন। তবে আপাতত মাইক্রোসফট তাদের আউটলুক অ্যাপ্লিকেশনের ওপর জোর দিচ্ছে বেশি।
আপাতত নতুন আউটলুকের ফিচার প্রিমিয়াম ব্যবহারকারীদের কাছে রয়েছে। তবে শীঘ্রই বিনামূল্যে নতুন ফিচার দেখা যাবে। আউটলুকের ‘ট্রাই নিউ আউটলুক’ টগলে ক্লিক করে সহজেই উপভোগ করা যাবে নতুন আউটলুক।
মাইক্রোসফট জানিয়েছে আগামী বছরের মধ্যে নতুন আউটলুক ব্যবহারীদের কাছে পৌঁছে দেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।