জুমবাংলা ডেস্ক : ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে মেট্রো স্টেশনে ও ট্রেনের ভেতরে মশানাশক ওষুধ ব্যবহারের উদ্যোগ নেওয়া জরুরি বলে জানিয়েছে মেট্রো যাত্রীরা। তারা বলছেন, মশা এতো বেড়েছে যে স্টেশনে দাঁড়ানোই যাচ্ছে না। মশা দমন করার জরুরি।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মেট্রোরেলের একটি কমিউনিটি গ্রুপে পোস্ট দিয়েছেন সাবেত নামের এক যাত্রী। তিনি লিখেছেন, ‘মেট্রো স্টেশনের পাশাপাশি ট্রেনের ভেতরেও অনেক মশা। দিন দিন এর পরিমাণ বেড়েই যাচ্ছে।’
সেখানে অনেকেই মতামত দিয়েছেন। ফাহিম জুবায়ের লিখেছেন, ‘উত্তরা লেকের মশাগুলা বিনা টিকিটে পুরা ঢাকায় ছড়িয়ে পড়ছে।’
একেএম মুনির লিখেছেন, ‘আজকে উত্তরা উত্তর স্টেশনের ভেতরে এতো মশা যে দাঁড়ানোই যাচ্ছিল না। যারা টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন তারা বেশি ভোগান্তিতে ছিলেন। মশা দমন করার জন্য মেট্রো কর্তৃপক্ষেকে অনুরোধ করছি।’
মশিউর রহমান শুভ লিখেছেন, ‘বিকালের পর থেকে যেসব ট্রিপ ছাড়ে উত্তরা থেকে সেগুলোয় মশা প্রচুর।’
আবার মওদুদ আহমেদ লিখেছেন, ‘সাথে উত্তর সিটি কর্পোরেশনকে অনুরোধ করেন।’
হোসাইন মাহমুদ শিশির লিখেছেন, ‘গতকাল আজ দুই দিনই মশার কামড় খেয়েছি।’
এদিকে কয়েকজন বিষয়টি নিয়ে মজাও করেছেন। একটি হাসির ইমোজি দিয়ে ফেরদৌস টুম্পা লিখেছেন, ‘বিনা টিকিটে মশাদের মেট্রোরেল ভ্রমণ মানি না মানবো না।’
সাত্তার লিখেছেন, ‘মেট্রো ধনী গরিব সবার, মশারও। সবার অধিকার আছে।’
তারিক বিন শহিদ লিখেছেন, ‘কেন ওদের কি এমআরটি আছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।