‘আন্ডার দ্য টেবিল কোনও কাজ হবে না’

salehuddin

জুমবাংলা ডেস্ক : আন্ডার দ্য টেবিল কোনও কাজ হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৭ আগস্ট) ইন্টারন্যাশনাল চেম্বার্স অব কমার্স অব বাংলাদেশ (আইসিসিবি) এর এক প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

salehuddin

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন, আইসিসিবি এর সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি এ কে আজাদ, বিকেএমই’র সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, মীর ইন্সট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক মীর নাসির উদ্দীন, স্কয়ার টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী এবং মার্ক অ্যান্ড স্পেন্সারের কান্ট্রি ডিরেক্টর স্বপ্না ভৌমিক মতবিনিময় সভায় অংশ নেন।

গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের বলেছি স্বচ্ছতার সঙ্গে সৎ ব্যবসা করেন, আমরা সহযোগিতা করবো। আন্ডার দ্য টেবিল কোনও কাজ হবে না। ভালো লোকের ভালো কাজে তারা (ব্যবসায়ীরা) এক স্টেপ এগিয়ে এলে আমরা দুই স্টেপ এগিয়ে আসবো।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আরও বেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত করতে হবে। এর জন্য শর্ত হলো ব্যবসার পরিবেশ, ব্যবসাকে সহজ করা। অর্থাৎ আমাদের ব্যবসা করার পরিবেশ ঠিক করতে হবে, অন্যথায় বেসরকারি খাত আসবে না বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আমরা চাই ব্যবসা-বাণিজ্যের উন্নতি হোক। যুক্তরাজ্য সরকার অতীতে খুব সহায়ক ছিল এবং আমি আশা করি আগামী দিনেও তারা সহায়ক হবে।

লোন সহায়তা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।