বিনোদন ডেস্ক : যদি বড়পর্দায় মিঠুন চক্রবর্তী, জ্যাকি শ্রফ, সানি দেওল, সঞ্জয় দত্ত একই ছবিতে অ’ভিনয় করেন, তাহলে তো ‘বাপ রে বাপ’ বলতেই হয়। তার উপর ছবির নাম ‘বাপ’!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বলিউডে জোর খবর এই চার মহাতারকা এবার একস’ঙ্গে অ’ভিনয় করতে চলেছেন। ছবির পরিচালক বিবেক চৌহান। ছবিটি প্রযোজনা করছে জি স্টুডিও এবং আহমেদ খান।
খবর অনুযায়ী, একেবারেই ‘হতে চলেছে মা’রকা’টারি ছবি। পরিচালক মূলত অ্যাকশনের কথা মাথায় রেখেই বলিউডের এই চারমূর্তিকে ছবিতে অ’ভিনয় করতে রাজি করিয়েছেন।
আশির দশকে এই চার অ’ভিনেতারা বড়পর্দায় অ্যাকশনের ঝড় তুলেছিলেন। সেই ঝড়কেই ফের পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন পরিচালক।
এর আগে এই চার অ’ভিনেতাকে এক সিনেমায় একস’ঙ্গে দেখা না গেলেও, আলাদা আলাদা তাঁরা জুটি বেঁধেছেন। যেমন, ‘যো’দ্ধা’ ছবিতে সঞ্জয় দত্ত ও সানি দেওল,
জ্যাকি ও সঞ্জয় ‘খলনায়ক’ ছবিতে। সানি ও জ্যাকিকে দেখা গিয়েছিল ‘বর্ডার’ ও ‘ত্রিদেব’ ছবিতে। একস’ঙ্গে ছবি করেছেন সানি ও মিঠুনও। খবর অনুযায়ী, ছবির কনসেপ্ট শুনে নাকি একবারেই রাজি হয়ে যান এই চার তারকা।
বলিউড সূত্রে পাওয়া খবর অনুযায়ী, চলতি মাসেই শুরু হবে এই ছবির শুটিং। শোনা যাচ্ছে, এই ছবির অ্যাকশনের জন্য নাকি বিদেশ থেকে আনা হচ্ছে অ্যাকশন ডিরেক্টরকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।